শততম টেস্টে ফিরতে পারেন ইমরুল
নিউজিল্যান্ড সফরের শেষ দিকে ঊরুতে চোট পেয়েছিলেন ইমরুল কায়েস। ভারত সফরের আগে সে ব্যথা সেরে যাওয়ায় একমাত্র টেস্টের দলে সুযোগ পেয়েছিল তিনি। কিন্তু ব্যথাটা নতুন করে ফিরে আসায় হায়দরাবাদে সে ম্যাচ শুরুর আগে দেশে ফেরত পাঠানো হয়েছিল এই বাঁহাতি ওপেনারকে।
সদ্য ঘোষিত শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের দলেও জায়গা পাননি ইমরুল। কিন্তু এখন শোনা যাচ্ছে, বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলে তাঁকে ফেরানো হতেও পারে। অবশ্য তার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে। আর তা যদি হয়, দেশের শততম টেস্টে খেলা হতেও পারে তাঁর।
এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দুর্ভাগ্যবশত হায়দরাবাদ টেস্টের আগে চোট পেয়েছিল ইমরুল। কিন্তু সে আমাদের অভিজ্ঞ খেলোয়াড়। এখন সে ফিটনেস পরীক্ষা দেবে। যদি ভালো অবস্থায় থাকে, তাহলে দ্বিতীয় টেস্টের জন্য তাঁকে দলে নেওয়া হতেও পারে।’
ইমরুলকে নেওয়া হলে দল থেকে কাউকে বাদ দেওয়া হবে কি না এমন এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘আপাতত কাউকে বাদ দেওয়ার কথা ভাবছি না আমরা। ইমরুলকে নেওয়া হলে সে ক্ষেত্রে ১৭ জনের দল হবে। একটা লম্বা সফরে কথা বিবেচনা করে তাঁকে নেওয়া হতেও পারে। নিউজিল্যান্ডেও আমরা বাড়তি কিছু খেলোয়াড় নিয়েছিলাম। তা ছাড়া ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও সে আমাদের বিবেচনায় আছে।’
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের দেশ ছেড়ে যাওয়ার কথা।
৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ১৫-১৯ মার্চ কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট।
এই সিরিজকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। প্রথম টেস্টের আগে ২-৩ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি বাংলাদেশ।