শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন ইমরুল
সদ্য ঘোষিত শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের দলেও জায়গা পাননি ওপেনার ইমরুল কায়েস। কিন্তু তখনই শোনা গিয়েছিল, বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হতেও পারে এই বাঁহাতি ব্যাটসম্যানকে। শেষ পর্যন্ত তা-ই হচ্ছে, দ্বিতীয় টেস্ট শুরুর আগেই তিনি শ্রীলঙ্কায় যাচ্ছেন।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সূত্রে জানা গেছে, ইমরুলের ফিটনেস দেখে সন্তুষ্ট জাতীয় দলের নির্বাচক কমিটি। তাই বাঁহাতি ওপেনারকে কলম্বোর পি সারা ওভালের দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ ইমরুলের শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা।
গত নিউজিল্যান্ড সফরের শেষ দিকে ঊরুতে চোট পেয়েছিলেন ইমরুল। ভারত সফরের আগে সে ব্যথা সেরে যাওয়ায় একমাত্র টেস্টের দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ব্যথাটা নতুন করে ফিরে আসায় হায়দরাবাদে সে ম্যাচ শুরুর আগে দেশে ফেরত পাঠানো হয়েছিল এই বাঁহাতি ওপেনারকে। এবার কলম্বোয় শততম টেস্ট খেলতে পারেন কি না এটাই এখন দেখার।
৭-১১ মার্চ গলে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ১৫-১৯ মার্চ কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় এবং বাংলাদেশের শততম টেস্ট।