কোহলির ওপর শ্রদ্ধা হারিয়ে ফেলছেন হিলি
অধিনায়ক হওয়ার পর প্রথম ২৩ টেস্টের ১৫টিতেই জয়ের মুখ দেখেন বিরাট কোহলি। এর মধ্যে ঘরের মাঠে ১৩ টেস্টের ১১টিতেই জিতে টিম ইন্ডিয়া। কোহলির নেতৃত্বেই টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে। অধিনায়ক হওয়ার পর কোহলির ব্যাটের ধার যেন আরো বেড়েছে। টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কোহলি। এরপরই কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে অভিহিত করেছিলেন ইয়ান হিলি। বলেছিলেন, ‘আমার দেখা ব্যাটসম্যানদের মধ্যে কোহলিই সেরা।’ তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সিরিজে ম্রিয়মাণ হয়ে পড়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান। ব্যাট হাতে টানা তিন ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি।
কেবল ব্যাট হাতেই নয়, মেজাজটাও ধরে রাখতে পারছেন না ভারতীয় অধিনায়ক। ব্যাঙ্গালুরু টেস্টে ম্যাচের দ্বিতীয় দিন দফায় দফায় অসি ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। প্রথম সেশনে প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে তো রীতিমতো ঝগড়া করতে থাকেন কোহলি। রবিচন্দ্রন অশ্বিন ম্যাথু রেনশর পথ আগলে দাঁড়ালে শুরু হয় বিতর্ক। এতে অশ্বিনের সঙ্গে তাতে যোগ দেন কোহলিও। সেই তর্ক থামার পর স্মিথের সঙ্গে নতুন ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। ভারতীয় পেসার ইশান্ত শর্মা স্মিথকে ভেংচি কাটলে আম্পায়ার ও কোহলিকে অভিযোগ জানান অসি অধিনায়ক। তখনো স্মিথের সঙ্গে কোহলির কথাকাটাকাটি হয়।
এসব দেখে কোহলির ওপর থেকে শ্রদ্ধা হারিয়ে ফেলছেন সাবেক অস্ট্রেলীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইয়ান হিলি। মেলবোর্নের এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে হিলি বলেন, ‘আমি তাঁর (কোহলি) প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি। প্রতিপক্ষকে আরো বেশি শ্রদ্ধা করা উচিত তাঁর। সে স্টিভের (স্মিথ) সঙ্গে যা করেছে, তা মেনে নেওয়ার মতো নয়।’
অসি কিংবদন্তি এই উইকেটরক্ষক মনে করেন, অধিনায়ক হিসেবে চাপে রয়েছেন কোহলি। তিনি বলেন, ‘আমার মনে হয় সে চাপে রয়েছে আর সতীর্থদের ওপরও চাপ প্রয়োগ করছে। অশ্বিনের চোখেমুখে স্পষ্ট চাপ দেখতে পেয়েছি আমি।’