৫৩ টেস্টেই ৫০০০ স্মিথের
ব্যাট হাতে ধারাবাহিকতার সংজ্ঞাই যেন লিখছেন স্টিভেন স্মিথ। প্রায় প্রতিটি ম্যাচেই খেলছেন নজরকাড়া ইনিংস। ভারত সফরে এসে প্রথম টেস্টেই খেলেছিলেন শতরানের ইনিংস। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েই জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। আজ রাঁচিতে সিরিজের তৃতীয় টেস্টেও স্মিথের ব্যাট থেকে এসেছে শতক। ১১৭ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে দারুণ একটি মাইলফলকও স্পর্শ করেছেন স্মিথ।
২০১০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত স্মিথ খেলেছেন ৫৩টি ম্যাচ। আর নিজের ৫৩তম টেস্টে এসেই স্মিথ পূর্ণ করেছেন ৫০০০ রান। এর চেয়ে কম টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন মাত্র তিনজন।
প্রথমজনের নাম যে স্যার ডন ব্রাডম্যান, তা বলে না দিলেও অনুমান করে নিতে কষ্ট হওয়ার কথা না। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৩৬ ম্যাচ খেলে। আর ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের লেগেছিল ৫২টি ম্যাচ।
৫০০০ রান পূর্ণ করা ব্যাটসম্যানদের ব্যাটিং গড়ের হিসাবেও স্মিথ আছেন প্রথম সারিতে। সবার ওপরে আবার আছে ব্রাডম্যানের নাম। পাঁচ হাজারের ক্লাবে ঢোকার সময় তাঁর ব্যাটিং গড় ছিল ৯৭.৯৪। এর পরেই আছেন উলি হ্যামন্ড (৬১.৬১)। রাঁচি টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্মিথের ব্যাটিং গড় ৬০.৭৩। ৬০-এর ওপরে ব্যাটিং গড় আছে আর মাত্র দুজনের। স্যার গ্যারি সোবার্স (৬০.৬০) ও জ্যাক হবস (৬০.০৮)।
টেস্ট ক্রিকেট ইতিহাসের ৮৯তম খেলোয়াড় হিসেবে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন স্মিথ। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তিনি পাঁচ হাজারের ক্লাবে ঢুকেছেন ২০তম ক্রিকেটার হিসেবে।