টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ধাপে রয়েছে সফরকারী বাংলাদেশ। সিরিজে শেষ দুটি টে-টোয়েন্টি ম্যাচ খেলতে মাশরাফির দল এখন কলম্বোতে। আগামীকাল সন্ধ্যায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ক্রিকেটারদের ফর্ম ও সিরিজের ফলাফলের বিচারে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে রয়েছে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল লাল-সবুজের দল। তামিম ইকবালের শতকে প্রথম ম্যাচেই নিজেদের শক্তিটা ভালোভাবেই প্রদর্শন করে বাংলাদেশ। জবাবে দীনেশ চান্দিমাল ১৯০ রান করলেও প্রথম পরীক্ষায় ভালোভাবে উতরে যান তাসকিন-মুস্তাফিজরা। গলে প্রথম টেস্টে সেট ব্যাটসম্যানদের আত্মাহুতির কারণে হেরে বসলেও পরের টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরায় মুশফিকুর রহিমের দল। সেই সঙ্গে জিতে নেয় নিজেদের শততম টেস্ট ম্যাচটিও।
সেই ম্যাচের আত্মবিশ্বাসটাই প্রস্তুতি ম্যাচে প্রায় জিতিয়ে দিচ্ছিল বাংলাদেশকে। মাশরাফি-সাব্বির-সৌম্য ঝড়ে ৩৫৪ রানে জবাবে ৩৫২ রান করে লঙ্কানদের হৃদস্পন্দন প্রায় থামিয়েই দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ভালো খেলার ধারাবাহিকতায় প্রথম ওয়ানডে জিতে নেয় টাইগাররা। ৯০ রানে প্রথম ম্যাচটা ৩২৪ রান করে বাংলাদেশ। জবাবে ২৩৪ রানে থেমে যায় শ্রীলঙ্কা। এই ম্যাচটা জিতে সিরিজজয়ের সম্ভাবনাটা ভালোভাবেই জিইয়ে রাখে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির আধিপত্য আর তৃতীয় ম্যাচে সিংহলিজের আকাশ ধাঁধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। টস জিতে তাই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাটিংবান্ধব পিচে সেই সিদ্ধান্তের মূল্যটা ম্যাচ হেরেই দেয় বাংলাদেশ।
লড়াইটা এবার টি-টোয়েন্টির। শ্রীলঙ্কার সঙ্গে এখন পর্যন্ত পাঁচ সাক্ষাতে চারটিতেই হেরেছে বাংলাদেশ। পড়তে হবে পুরোনো বাংলাদেশ। নতুন বাংলাদেশের সঙ্গে একবার সাক্ষাতে হার মেনেছে লঙ্কান সিংহরা। গত বছর এশিয়া কাপে সেই ম্যাচে সাব্বিরের বিধ্বংসী ব্যাটিংয়ের পর আল আমিন-মুস্তাফিজ-সাকিবদের বোলিংয়ের কাছে ২৩ রানে হেরে যায় শ্রীলঙ্কা।
এবারের পুরো সফরে স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বল হাতে তাসকিন-মুস্তাফিজ-সাকিবের পর ব্যাট হাতেও তামিম-সৌম্যরা গোটা সিরিজে অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। এমনকি ফিল্ডিংয়েও লঙ্কানদের চেয়ে পুরো সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ।
এবার তুলির শেষ আঁচড়টা দেওয়ার পালা। সিরিজের গত ম্যাচগুলোর মতো টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আর ভাগাভাগি নয়, সিরিজটাই জিতে ফিরতে পারবে বাংলাদেশ। অন্তত এমনটিই মনে করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।