শ্রীলঙ্কাকেই ফেভারিট মানছেন মাশরাফি
টেস্ট সিরিজে সমতা রাখার পর, ওয়ানডেতেও বেশ দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। কেউ কেউ আগবাড়িয়ে বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে লাল-সবুজের দল। শেষ পর্যন্ত তা না হলেও ১-১ ব্যবধানে সমতা থেকেছে তিন ম্যাচের সিরিজটি।
এবার মিশন টি-টোয়েন্টি সিরিজ। ২০ ওভারের ক্রিকেটে সেই শ্রীলঙ্কাকেই বেশ সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাদের হারাতে নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়েই খেলতে হবে বলে মনে করেন তিনি।
অবশ্য তার কারণ রয়েছে, বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে শ্রীলঙ্কা। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল শ্রীলঙ্কা। আর অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই ব্যবধানে হারিয়ে জিতেছে তারা।
এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই টি-টোয়েন্টি সিরিজে যদি ফেবারিট বলতে হয়, শ্রীলঙ্কাকেই বলব আমি। তার মানে এই নয় আমরা নিজেদের সেরাটা খেলতে পারব না, জিততে পারব না। আমাদের মনে রাখতে হবে, শ্রীলঙ্কা ভিন্ন কন্ডিশনে পরপর দুটি সিরিজ জিতে এসেছে। আমাদের সঙ্গেও সর্বশেষ ম্যাচটা জিতেছে। তাই মানসিকভাবে এগিয়ে আছে তারা।’
অবশ্য টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ দেখায় বাংলাদেশই জিতেছে। গত এশিয়া কাপে মিরপুরে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছিলেন মাশরাফিরা।
যদিও পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের চারটিতেই শ্রীলঙ্কা জিতেছে, আর একটি মাত্র ম্যাচে জিতেছে বাংলাদেশ।
আগামীকাল মঙ্গলবার আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে এই দুই দলের এটি হবে ষষ্ঠ দেখা। কলম্বোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।