টি-টোয়েন্টি খেলা পছন্দ করেন না মাশরাফি!
মাশরাফি বিন মুর্তজার অবসর ঘিরে আলোচনা শেষই হচ্ছে না। প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেলেও বাংলাদেশের সমর্থকদের হারের চেয়ে বেশি ভোগাচ্ছে মাশরাফির অবসরের বিষয়টা। যার জন্য এত শোক-মাতম, সেই মাশরাফি জানালেন, টি-টোয়েন্টি ফরম্যাটটা খুব বেশি একটা উপেভোগ করেন না তিনি।
মাশরাফি বলেন, ‘২০০৬ সালে টি-টোয়েন্টি খেলা শুরু করলেও আমি কখনই এই ফরম্যাটটাকে পছন্দ করতাম না। এই পর্যন্ত পাঁচটা বিশ্বকাপ খেলেছি, তবে হয়তো টি-টোয়েন্টিতে আমি স্বচ্ছন্দবোধ করি না।’ কারণ হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের গতিময়তার কথা উল্লেখ করেন দেশসেরা এই অধিনায়ক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট অনেক দ্রুত খেলতে হয়। শরীর খেলার উপযুক্ত না হতেই মাঠে নামতে হয়। এর ধকল আমার পায়ে সয় না।’
টি-টোয়েন্টি ক্রিকেট পছন্দ না করলেও এই ফরম্যাটে অধিনায়কত্ব করেন ম্যাশ। অধিনায়কের দায়িত্ব নেওয়ার সময় টি-টোয়েন্টি দলটাকে গোছানোর চিন্তা করেছিলেন তিনি। মাশরাফি বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাকে সম্মান জানিয়ে অধিনায়কত্ব দেয়। দায়িত্ব নিয়ে দল গোছানোর কাজে মনোযোগ দিই আমি। অধিনায়কত্বটা উপভোগ করেছি আর সেরা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে খেলার অভিজ্ঞতাটা দারুণ ছিল।’
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটটা আরো কয়েক দিন চালিয়ে যাবেন মাশরাফি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ না করলেও ওয়ানডেটা ভালোই উপভোগ করছি আমি।’