উইজডেনের লিডিং ক্রিকেটার কোহলি
তিন ফরম্যাট মিলে আড়াই হাজারের বেশি রান। এক পঞ্জিকাবর্ষে তিনটি ডাবল সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে দলকে টেস্টের শীর্ষস্থানে নিয়ে যাওয়া। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। সবই কোহলির কৃতিত্ব। গত বছরের অনবদ্য পারফরম্যান্সের কারণে ভারতীয় অধিনায়ককে উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে।
শচীন টেন্ডুলকারের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করলেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে করা কোহলির একটি রিভার্স সুইপের ছবি শোভা পাচ্ছে ১৯৩০ সাল থেকে প্রকাশিত ক্রিকেটের ‘রেফারেন্স বুক’ হিসেবে খ্যাত উইজডেনে। ২০১০ সালে এই কৃতিত্ব অর্জন করেন শচীন টেন্ডুলকার। এর আগে বীরেন্দর শেবাগ ২০০৮ ও ২০০৯ সালে উইজডেনের সেরা নির্বাচিত হন।
গত বছর উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টে ৬৫৫ রান করেন কোহলি। তাঁর অনবদ্য নৈপুণ্যেই ইংলিশদের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত। তাই গত ফেব্রুয়ারিতে উইজডেনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন কোহলি। এবার বর্ষসেরা ক্রিকেটারের খেতাবটাও পেয়ে গেলেন এই তারকা ব্যাটসম্যান।
উইজডেনের বর্ষসেরা হতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন, অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ এবং ইংল্যান্ডের জো রুটের সঙ্গে লড়াই করতে হয়েছে কোহলিকে। তবে ২০১৬ সালে ১২ টেস্টে ১২১৫ রান, ১০ ওয়ানডেতে ৭৩৯ ও ১৫টি টি-টোয়েন্টি ৬৪১ রান করা কোহলিকে ছাপিয়ে যেতে পারেননি কেউই। ১৫৪ বছর পুরোনো এই ম্যাগাজিনের লিডিং ক্রিকেটার হিসেবে কোহলির জায়গা প্রসঙ্গে উইজডেন সম্পাদক লরেন্স বুথের মতে, রুট-স্মিথ-উইলিয়ামসনকে ছাপিয়ে কোহলিকে নির্বাচন করা মোটেও কঠিন ছিল না। কয়েক বছর ধরে সে যা করেছে তা রীতিমতো অবিশ্বাস্য।