আতলেতিকোতে আটকা রিয়াল মাদ্রিদ
২০১৩-১৪ মৌসুম থেকে টানা তিনবার রিয়াল মাদ্রিদের মাঠে গিয়েই তাদের হারিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। এবারও নিজেদের মাঠে জয়ের দেখা পায়নি রিয়াল। তবে জিনেদিন জিদানের শিষ্যরা সান্ত্বনা পেতে পারে যে এবার অন্তত আর হারের মুখ দেখতে হয়নি। মাদ্রিদ ডার্বি ১-১ গোলে ড্রয়ের পর দুই দলই মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ৫২ মিনিটের মাথায় গোল করেছিলেন রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার পেপে। ৮৪ মিনিট পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু ৮৫ মিনিটে রিয়ালকে জয়বঞ্চিত করেন অ্যান্তোইন গ্রিয়েজম্যান। অ্যাঞ্জেল কোরেরার দারুণ এক পাস থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে সেটি জালে জড়িয়ে দেন এই ফরাসি ফরোয়ার্ড।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করলেও অবশ্য শীর্ষস্থান হারাতে হয়নি রিয়ালকে। লা লিগার অপর ম্যাচে মালাগার বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। হারিয়েছে শীর্ষে যাওয়ার সুবর্ণ সুযোগ। ফলে লা লিগার শীর্ষস্থানটা থেকে গেছে রিয়ালেরই দখলে।
৩০ ম্যাচ শেষে রিয়ালের ঘরে জমা হয়েছে ৭২ পয়েন্ট। আর ৩১ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৬২ পয়েন্ট।