হোয়াইটওয়াশের ‘চাপ’ নেই মাশরাফির
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ এখন বাংলাদেশের হাতের মুঠোয়। আগামী বুধবার তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই ভারত হোয়াইটওয়াশ। মাশরাফি বিন মুর্তজার চোখও সেদিকে। তবে এ নিয়ে কোনো চাপ নেই বাংলাদেশ অধিনায়কের মনে।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন রাখা হলে মাশরাফি বলেন, ‘না, কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলেছি বলেই সাফল্য এসেছে। মাঠে খেলাটা উপভোগ করছি। সিরিজের শেষ ম্যাচেও এভাবে খেলতে চাই। সবাই যদি শতভাগ ফিট থাকে, নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারে, তাহলে সাফল্য আসবেই।’
ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই সাফল্যে মাশরাফি উচ্ছ্বসিত, ‘আমাদের ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে, ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ জয় তার বড় প্রমাণ। ভারত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এবং বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই নম্বর দল। এমন একটা দলের বিপক্ষে জয় পাওয়া চাট্টিখানি কথা নয়। আমাদের এই সাফল্যের প্রধান কারণ খেলোয়াড়দের পরিশ্রম।’
দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, এখনো খেলোয়াড়রা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। এ সম্পর্কে মাশরাফির অভিমত, ‘জিতলেই যে পারফেক্ট ক্রিকেট খেলেছি, সে কথা আমি বলব না। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে পারফেক্ট ক্রিকেট খেলতে পেরেছিলাম। ভারতের বিপক্ষে বৃষ্টি আর অন্যান্য কিছু কারণে নিজেদের আসল খেলাটা খেলতে পারিনি।’
বাংলাদেশের এই চমকপ্রদ সাফল্যের পেছনে মুস্তাফিজুর রহমানের বিশাল অবদান। এই বাঁহাতি পেসারের প্রশংসায় মাশরাফিও পঞ্চমুখ, ‘এ দুই ম্যাচে মুস্তাফিজের বোলিং এককথায় অসাধারণ ছিল। এ মুহূর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে সে আমাদের অন্যতম সেরা অস্ত্র। আশা করি, অন্তত ১০ বছর সে বাংলাদেশ দলকে এমন সার্ভিস দিতে পারবে।’