নাসিরের প্রশংসায় মাশরাফি
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দারুণ জয়ে কম ভূমিকা ছিল না নাসির হোসেনের। ব্যাট হাতে মাঠে নামতে না পারলেও দুই উইকেট নিয়ে এ দিনের অন্যতম সফল বোলার ছিলেন তিনি। যদিও তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের সাফল্যে অনেকটা ম্লান ছিলেন তিনি। অবশ্য দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নাসিরের পারফরম্যান্সকে মোটেও খাটো করে দেখছেন না। নাসিরকে দলের একজন নির্ভরযোগ্য বোলার মনে করেন তিনি।
রোববার দ্বিতীয় ওয়ানডেতে নাসির বিরাট কোহলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়ে দেন। আর শিখর ধাওয়ানকে লিটন দাসের ক্যাচ বানিয়ে আউট করেন নাসির। মাত্র ৩৩ রান খরচায় দুই উইকেট তুলে নেন এই অফস্পিনার।
গুরুত্বপূর্ণ সময়ে যখন উইকেটের প্রয়োজন ছিল ঠিক তখনই নাসির দলকে সাফল্য এনে দেন। মাশরাফির মুখে তাই নাসিরের প্রশংসা, ‘নাসিরকে এত দিন সবাই অনিয়মিত বোলার বলতো। আমি বলব সে আমার দলের একজন গুরুত্বপূর্ণ অফস্পিনার। বেশ নিয়ন্ত্রিত বোলিং করে থাকে সে। তা ছাড়া সে ব্যাটিংও খারাপ করছে না।’
তবে নাসির ব্যাটিংয়ের সুযোগ কম পান বলে তার জন্য কিছুটা ব্যথিত বাংলাদেশ অধিনায়ক, ‘নাসির যথেষ্টই ভালো বোলার। ব্যাটিংয়েও মন্দ নয় সে। কিন্তু তার দুরর্ভাগ্য ব্যাটিংয়ে নামার সুযোগ পায় কম। মূলত কম্বিনেশনের কারণে সে ব্যাটিংয়ে নামার সুযোগ বেশি পায় না। তবে সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’