রিয়ালের প্রতিপক্ষ আটলেটিকো, জুভেন্টাস পেল মোনাকোকে
ঠিক এটারই ভয় করছিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যে কোনোভাবে নগর প্রতিদ্বন্দ্বী আটলেটিকো মাদ্রিদকে এড়াতে চাচ্ছিল জিনেদিন জিদানের দল। তবে কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কথাটা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে একেবারে মিলে গেল। যাদের এড়িয়ে যেতে চাচ্ছিলেন রোনালদো-বেলরা, ফাইনালে ওঠার লড়াইয়ে সেই গ্রিজম্যানদেরই পেল রিয়াল মাদ্রিদ।
আজ শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। সেমির লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ নগর শত্রু আটলেটিকো মাদ্রিদ। আর প্রতিপক্ষ হিসেবে ফরাসি ক্লাব মোনাকোকে পেল জুভেন্টাস।
শেষ চারের প্রথম লেগে খেলায় আগামী ২ মে রিয়াল মাদ্রিদ খেলবে আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আর এরপরের দিন ৩ মে মোনাকো খেলবে জভেন্টাসের বিপক্ষে। ফিরতি লেগে ৯ ও ১০ মে মুখোমুখি হবে চারটি দল। ৯ মে জুভেন্টাস খেলবে মোনাকোর বিপক্ষে আর ১০ মে রিয়াল ও আটলেটিকো খেলবে পরস্পরের বিপক্ষে। আগামী ৩ জুন ইংল্যান্ডের কার্ডিফ মিলেনিয়াম স্টেডিয়ামে হবে ইউরোপ সেরা ক্লাবের লড়াই।