দুর্ধর্ষ রোনালদোয় দিশেহারা আতলেতিকো
বেশ কিছু দিন ধরেই দারুণ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কয়েক দিন আগেই চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ১০০ গোলের মাইলফলক। এবার নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নিজেকে আরো একবার চেনালেন পর্তুগিজ এই তারকা। করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। রোনালদোর দল রিয়াল মাদ্রিদও পেল ৩-০ গোলের বড় জয়।
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমের ফাইনালে আতলেতিকোকে হারিয়েই শিরোপা জিতেছিল রিয়াল। এবারও সেমিফাইনালে মুখোমুখি হয়ে যাওয়ার পর প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন আতলেতিকো মাদ্রিদের ফুটবলাররা। কিন্তু দুর্ধর্ষ রোনালদোর সামনে একেবারে ম্লান হয়ে যেতে হলো তাঁদের। সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলের এই জয় দিয়ে ফাইনালটাও অনেকখানি নিশ্চিত করে ফেলেছে রিয়াল। অন্যদিকে ফাইনালের টিকিট পেতে হলে দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে অবিশ্বাস্য কিছু একটা করে দেখাতে হবে আতলেতিকোকে।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল প্রথম গোলের দেখাটি পেয়েছিল ১০ মিনিটের মাথায়। ক্যাসেমিরোর পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল করেননি এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। রিয়াল মাদ্রিদ প্রথমার্ধও শেষ করেছিল এই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে। এরপর দীর্ঘ সময় আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট এক ম্যাচই উপহার দিয়েছিলেন মাদ্রিদের এই দুই ক্লাবের ফুটবলাররা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না কেউই।
৭২ মিনিটের মাথায় আবার নীরবতা ভাঙেন রোনালদো। পেনাল্টি বক্সের মধ্যে মার্সেলোর পাস থেকে বল পেয়ে সেটা দারুণভাবে রোনালদোর দিকে ঠেলে দিয়েছিলেন করিম বেনজেমা। আতলেতিকোর ডিফেন্ডারদের কড়া মার্কিংকে ফাঁকি দিয়ে রোনালদোও সেটি পাঠিয়ে দিয়েছিলেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। ৮৬ মিনিটে রোনালদো করেন নিজের ও ম্যাচের তৃতীয় গোলটি।
আগামী ১০ মে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ।