হ্যাটট্রিকের রেকর্ডে মেসিকে ছুঁলেন রোনালদো
চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটির জন্য ভালোই লড়াই চলত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। রোনালদো সব সময়ই কিছুটা এগিয়ে থাকলেও মেসি এত দিন ছিলেন তাঁর খুব কাছাকাছিই। কিন্তু সর্বশেষ কয়েকটি ম্যাচে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার রেকর্ডেও তিনি নাম লিখিয়েছেন লিওনেল মেসির পাশে।
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকের পর সেমিফাইনালেও হ্যাটট্রিক করেছেন রোনালদো। ফলে সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে তাঁর হ্যাটট্রিক সংখ্যা দাঁড়িয়েছে সাতে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসিরও হ্যাটট্রিক আছে সাতটি।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল করার দৌড়ে অবশ্য মেসির চেয়ে খানিকটা এগিয়েই গেছেন রোনালদো। ১৪৪টি ম্যাচে তিনি করেছেন ১০৩টি গোল। আর ১১৮টি ম্যাচ খেলে মেসি করেছেন ৯৭টি গোল।
সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে আরো একটি নতুনের জন্ম দিয়েছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে তিনি করেছেন গোলের অর্ধশতক। তাঁর ১০৩টি গোলের ৫২টিই এসেছে নকআউট পর্বে। আর ৫১টি করেছেন গ্রুপ পর্বে। সেমিফাইনালে সবচেয়ে বেশি, ১৩টি গোল করার রেকর্ডের পাশেও লেখা আছে রোনালদোর নাম।
অবাক করার মতো তথ্য হলো, নিজেদের চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে আতলেতিকো মাদ্রিদ যতগুলো গোল করেছে, রোনালদো একাই করেছেন তার চেয়ে বেশি। আতলেতিকো মাদ্রিদ এখন পর্যন্ত দলগতভাবে করেছে ১০০টি চ্যাম্পিয়নস লিগ গোল। আর রোনালদো একাই করেছেন তার চেয়ে তিনটি বেশি গোল। রিয়ালের কোচ জিনেদিন জিদান যে এমন দুর্দান্ত রোনালদোকে প্রশংসায় ভাসাবেন, সেটাই তো স্বাভাবিক। আতলেতিকোর বিপক্ষে ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘ক্রিস্টিয়ানো গোল করতে পারে। সেজন্য সে সত্যিই অনন্য।’