বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ নাসির
বেশ কিছু দিন পর বাংলাদেশের জাতীয় দলে জায়গা পেয়েছিলেন নাসির হোসেন। চ্যাম্পিয়নস ট্রফির দলে ঢুকতে না পারলেও নাসির আছেন আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে। দলে ফেরার সুখস্মৃতি নিয়ে দেশ ছাড়লেও ইংল্যান্ডে বসে একটা খবর শুনে হয়তো হতাশই হয়ে যাবেন ফিনিশার খ্যাত এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথমবারের মতো তিনি বাদ পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে।
আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কেন্দ্রীয় চুক্তির কথা জানিয়েছে বিসিবি। আগে যেখানে এই চুক্তির আওতায় ছিলেন ১৫ জন, এবার সেখানে জায়গা করে নিয়েছেন ১৬ জন ক্রিকেটার। কিন্তু এখানে জায়গা হয়নি নাসিরের। তাঁর সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ গেছে আল আমিন ও আরাফাত সানির নাম। নতুনভাবে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। পুরাতন চুক্তিতে এ+ গ্রেডে থাকলেও এবার একধাপ নিচে নেমে গেছেন দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।
কেন্দ্রীয় চুক্তিতে কে আছেন কোন গ্রেডে
এ+ গ্রেড : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল – বেতন : চার লাখ টাকা
এ গ্রেড : মাহমুদউল্লাহ – বেতন : তিন লাখ টাকা
বি গ্রেড : ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার – বেতন : দুই লাখ টাকা
সি গ্রেড : রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত – বেতন : দেড় লাখ টাকা
ডি গ্রেড : তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ – বেতন : এক লাখ টাকা
এ ছাড়া তিন ফরম্যাটের তিন অধিনায়ক দায়িত্বভাতা হিসেবে পাবেন বাড়তি ২০ হাজার টাকা করে।