আরাফাত সানির ক্যারিয়ার-সেরা বোলিং
প্রায় দুই মাস কারাগারে থেকে কিছু দিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আরাফাত সানি। তিনি মাঠেও ফিরেছেন। গত এপ্রিলের শুরুতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম ম্যাচে নেমেই বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন।
আসরে সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন আরাফাত সানি। সোমবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে দলের জয়ে রেখেছেন মূল্যবান অবদান। তাঁর অসাধারণ পারফরম্যান্সে প্রাইম দোলেশ্বর ১১৯ রানের বিশাল জয় ঘরে তুলেছে।
যেখানে আরাফাত সানি একাই ৬ উইকেট তুলে নিয়ে ভিক্টোরিয়ার ব্যাটিং লাইন ধসে দেন। ৯.৫ ওভারে ৫৬ রান খরচায় এই সাফল্য পান তিনি।
ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই এর আগে এত ভালো বল করতে পারেননি আরাফাত সানি। আন্তর্জাতিক ওয়ানডেতে এর আগে তাঁর সেরা সাফল্য জিম্বাবুয়ের বিপক্ষে ২৭ রানে চার উইকেট। আর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে ২ উইকেট। এবার সবকিছুকেই ছাড়িয়ে গেছেন তিনি।
এ ম্যাচে প্রাইম দোলেশ্বরের করা ৩৩৯ রানের বিশাল ইনিংসের জবাবে ভিক্টোরিয়া তাদের ইনিংস গুটিয়ে নেয় মাত্র ২২০ রানে। তাই বড় জয় ঘরে তোলে আরাফাত সানির দল প্রাইম দোলেশ্বর।