চ্যাম্পিয়নস ট্রফিতে কত টাকা পেতে পারে বাংলাদেশ?
বিশ্বকাপের পরই ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা, চ্যাম্পিয়নস ট্রফি। গৌরবের জন্যই এই প্রতিযোগিতার শিরোপা জয়ের আপ্রাণ চেষ্টা করবে অংশগ্রহণকারী আটটি দল। সেই সঙ্গে অর্থের প্রলোভনও থাকছে দলগুলোর সামনে। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ী দল এবার পাবে প্রায় ১৮ কোটি টাকা।
চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বেশ খানিকটাই বাড়ানো হয়েছে গত আসরের তুলনায়। আজ রোববার আইসিসির এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে শিরোপাজয়ী দল পাবে ১৮ কোটি টাকা। রানারআপ দল পাবে অর্ধেক। প্রায় ৯ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারলে মিলবে প্রায় চার কোটি টাকা।
হতাশ হতে হবে না গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোকেও। তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করা দল পাবে ৭২ লাখ টাকা। আর গ্রুপ পর্বের শেষ দল পাবে ৪৮ লাখ টাকা।
আগামী ১ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে গ্রুপ পর্বে খেলবে আটটি দল। যেখানে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। আর ‘বি’ গ্রুপে আছে গতবারের শিরোপাজয়ী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।