ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে দিনেশ কার্তিক
২০১৪ সালের মে মাসের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেননি দিনেশ কার্তিক। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার যে আবার জাতীয় দলে ফিরতে পারবেন, এমন আশাও হয়তো ছিল না কারো। কিন্তু হঠাৎ করেই খুলে গেছে দিনেশ কার্তিকের ভাগ্য। ডাক পেয়েছেন ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে। ফলে তিন বছরের বেশি সময় পর আবার খেলতে পারেন কোনো ওয়ানডে ম্যাচ।
দিনেশ কার্তিক ভারতের জাতীয় দলে ফিরতে পেরেছেন মনিশ পান্ডের ইনজুরির কারণে। আইপিএলে অনুশীলনের সময় চোট পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা পান্ডে। ফলে তাঁর বদলি হিসেবে কার্তিককে দলে ডেকেছেন ভারতের নির্বাচকরা।
২০১৩ সালে সর্বশেষ আইপিএলে ভারতের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কার্তিক। খেলেছিলেন ২০১৪ সালের এশিয়া কাপেও। তবে তার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবারের আইপিএলে ভালো নৈপুণ্য দেখিয়ে আবার তিনি কেড়েছেন নির্বাচকদের নজর। গুজরাট লায়নসের হয়ে করেছেন ৩৬১ রান। এখন চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত একাদশে তাঁর সুযোগ জোটে কি না, সেটাই দেখার বিষয়।
আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ৪ জুন ভারত খেলবে নিজেদের প্রথম ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।