কাপ ফাইনালের পথে বার্সা
কোপা দেল রে বা স্প্যানিশ কিংস কাপের ফাইনাল প্রায় নিশ্চিতই বলা যায় বার্সেলোনার। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের নৈপুণ্যে সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে তারা। বার্সার তিন গোলদাতা মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকে।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গোল করতে না পারলেও দলের প্রথম দুই গোলের ‘নেপথ্য নায়ক’ সুয়ারেজ। ৪১ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে মেসির দিকে বল বাড়ান উরুগুয়ের এই স্ট্রাইকার। জোরালো এক শটে তা জালে জড়িয়ে দেন মেসি।
৪৯ মিনিটে সুয়ারেজের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন ইনিয়েস্তা। ৬৪ মিনিটে কাতালানদের তৃতীয় ও শেষ গোলটি পিকের। ৪৮ মিনিটে ভিয়ারিয়ালের একমাত্র গোলদাতা মিডফিল্ডার মানুয়েল ত্রিগেরস।
বার্সা অবশ্য আরো বড় ব্যবধানে জিততে পারত। কিন্তু ৭০ মিনিটে নেইমার পেনাল্টি মিস করায় ৩-১ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় স্পেনের অন্যতম সফল দলকে।
৪ মার্চ ফিরতি লেগ হবে ভিয়ারিয়ালের মাঠে।
কোপা দেল রে’র অন্য সেমিফাইনালে আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসপানিওল।