ইপিএলে তিন বড় দলের জয়
এভারটনের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল চেলসি। তবে ম্যাচের শেষ দিকে দারুণ এক গোল করে স্বাগতিকদের মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। ১-০ গোলের স্বস্তির জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরো সুসংহত হলো জোসে মরিনিয়োর দলের।
বুধবার রাতে জয় পেয়েছে ইপিএলের অন্য দুই শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটিও। ম্যানইউ ৩-১ গোলে বার্নলিকে এবং তাদের নগর-প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি ৪-১ গোলে স্টোক সিটিকে হারিয়েছে।
২৫ ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বেশ নিশ্চিন্তে আছে চেলসি। সমান ম্যাচ খেলে ৫২ ও ৪৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি ও ম্যানইউর অবস্থান দ্বিতীয় ও তৃতীয়।
স্টোক সিটির মাঠে ম্যানসিটির জয়ের নায়ক সার্জিও অ্যাগুয়েরো। জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অন্য গোল দুটি জেমস মিল্নার ও সামির নাসরির। স্টোক সিটির একমাত্র গোলদাতা পিটার ক্রাউচ।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর জয়ে প্রধান অবদান ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের। অ্যাগুয়েরোর মতো তিনিও করেছেন দুই গোল। পেনাল্টি থেকে ইপিএলের সফলতম দলের তৃতীয় ও শেষ গোল করেছেন ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি। বার্নলির সান্ত্বনাসূচক গোলটি ড্যানি ইংসের।