ব্যাটিংটাই একটু ভাবাচ্ছে হাথুরুকে
চ্যাম্পিয়নস ট্রফির দামামা বাজছে। রাত পেরুলেই শুরু হবে ক্রিকেটের সেরা আট দলের শক্তির লড়াই। ইতিমধ্যে প্রস্তুতি পর্বটা সেরে নিয়েছে সব দলই। তবে মূল টুর্নামেন্ট শুরু আগে প্রস্তুতি পর্বটা ভালো হয়নি বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটা হারের পর ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হেরেছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে ব্যাটে বলে লড়াই করতে পারলেও ভারতের ম্যাচে এর কোনোটিই করতে পারেনি বাংলাদেশ। বোলাররা হাত খুলে রান দিয়েছেন আর ব্যাটসম্যানরা উইকেটে এসেই প্যাভিলিয়েনে ফেরায় ব্যস্ত ছিলেন। যদিও নিজ দেশের এমন প্রস্তুতি খুব বেশি একটা হতাশ নন কেচি চন্ডিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে খারাপ করলেও একটি ম্যাচ দিয়ে নিজের দলকে বিচার করতে চান না তিনি, ‘আমাদের প্রস্তুতিটা ভালোই হয়েছে। অন্তত এই ম্যাচের আগ পর্যন্ত ভালো খেলেছি আমরা। প্রতি ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা রান পেয়েছে। তাই বলব, মূলপর্বের আগে প্রস্তুতিপর্বটা ভালোভাবেই সেরেছি আমরা।’
মঙ্গলবার ভারতের বিপক্ষে ভয়াবহ ধরনের বাজে ব্যাটিং করেছেন সৌম্য, সাব্বিররা। এ নিয়ে অবশ্য কিছুটা চিন্তিত কোচ হাথুরুসিংহে, ‘আজ মোটেও ভালো করতে পারিনি আমরা। নতুন বলটা বুঝে ওঠার আগেই বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। ভারতীয় বোলাররাও দারুণ বল করেছে। ব্যাটিং নিয়ে একটু চিন্তা আছে। তবে আমরা সেটা কাটিয়ে উঠতে পারব।’
ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ২৪০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ব্যাটিং করে ৩২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। দীনেশ কার্তিক ৯৪ ও হার্দিক পান্ডিয়া ৮০ রান করেন। জবাবে ভারতীয় বোলারদের বোলিং দাপটে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব নেন তিনটি করে উইকেট।
প্রস্তুতি ম্যাচের ভুলত্রুটি শুধরে আগামীকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে। উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।