ঘরের মাঠেই আলো ছড়াচ্ছেন নাসির
বাংলাদেশ জাতীয় দল যখন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ইংল্যান্ডে, অলরাউন্ডার নাসির হোসেন তাখন দেশে ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলায়। এই কিছুদিন আগে ত্রিদেশীয় সিরিজের দলের সঙ্গে ছিলেন তিনি। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকায় আয়ারল্যান্ড থেকেই দেশে ফিরে এসেছেন তিনি। দেশে ফিরেই আবার মাঠে নেমে পড়েছেন তিনি, ছড়িয়ে যাচ্ছেন উজ্জ্বলতা।
আজ বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে তাঁর দল গাজী গ্রুপ ক্রিকেটার্স পাঁচ উইকেটে সহজে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ম্যাচে ব্যাট এবং বলহাতে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রানেই ইনিংস গুটিয়ে নেয়। গাজী গ্রুপের নিয়ন্ত্রিত বোলিংয়ে মূলত বেশি দূর এগুতে পরেনি তারা।
পেসার আবু হায়দার রনি ও ভারতীয় স্পিনার গুরকীরাত সিং তিনটি করে উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ে ধস নামান। অধিনায়ক নাসিরও নিয়েছেন দুটি উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সূচনাটা ভালোই এনে দেন গাজীর দুই ওপেনার এনামুল হক ও মুমিনুল হক। এর পর ব্যাটহাতে দারুণ দৃঢ়তা দেখান নাসির। তিনি ৬১ রানে অপরাজিত ইনিংস খেলেন। তিনি এই ইনিংসটি খেলেন ৬৪ বলে, ৯টি চারের মার ছিল তাঁর এই ইনিংসে। এক ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন নাদিফ।
এবারের লিগে ছয় ম্যাচে নাসিরের মোট সংগ্রহ ৪২১। এরআগে আগের ১৩৪ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি।