জয়সুরিয়া-গিলক্রিস্টকে পেছনে ফেললেন তামিম
ইংল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের টেস্ট পরিসংখ্যানটা দুর্দান্ত। ১২ ইনিংসে তিনটি শতকসহ করেছেন ৭৩৬ রান। ব্যাটিং গড় ৬১.৩৩। কিন্তু ওয়ানডেতে জ্বলে উঠতে পারছিলেন না অনেক দিন ধরেই। ২০১০ সালে খেলেছিলেন একটি শতরানের ইনিংস। তারপর থেকে অর্ধশতকও করতে পারেননি ১০ ইনিংসে। আজ সেই আক্ষেপ দারুণভাবে ঘুচিয়ে দিয়েছেন তামিম। খেলেছেন ১২৮ রানের নজরকাড়া ইনিংস। আর দারুণ এই ইনিংস খেলে একটি রেকর্ডে পেছনে ফেলে দিয়েছেন সনাৎ জয়সুরিয়া, অ্যাডাম গিলক্রিস্টের মতো কিংবদন্তি ব্যাটসম্যানদের।
ইংল্যান্ডের কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটা অনেকদিন ধরেই ছিল জয়সুরিয়ার দখলে। ২০০৬ সালে ১২২ রান করেছিলেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটসম্যান। আজ তাঁকে পেছনে ফেলে দিয়ে ১২৮ রানের ইনিংস খেলেছেন তামিম। ১৩৬ বলে ১২৮ রানের ইনিংসটি খেলার পথে মেরেছেন ১৫টি চার ও দুটি ছয়। তামিমের ব্যাটে ভর করেই বাংলাদেশ গড়েছে ৩০৫ রানের বড় স্কোর।
তামিমের আগে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শতক করেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। ১৯৭৩ সালে ওয়েস্ট ইন্ডিজের রয় ফেড্রিকস, ২০০৫ সালে অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট ও ২০০৬ সালে জয়সুরিয়া। ২০০৫ সালে গিলক্রিস্ট অবশ্য অপরাজিত ছিলেন ১২১ রান করে। আজ সবাইকেই পেছনে ফেলে দিয়েছেন তামিম।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও আজ তামিম গড়েছেন নতুন করে। নিজেই ভেঙেছেন নিজের রেকর্ড। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ১২৫ রানের ইনিংসটিই ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ। আজ সেটিকে ছাড়িয়ে ১২৮ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।