‘যারা বাংলাদেশে যায়নি, তারা এখন বিষয়টা বুঝবে’
কথাটা শুনে অনেকেই হয়তো চমকে যাবেন। সন্ত্রাসী হামলায় লন্ডন আবার রক্তাক্ত হয়েছে। আর তা নাকি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালোই হয়েছে? চোখ কপালে তুলে দেওয়ার মতো এমন কথা বলেছেন খোদ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। না, বিষয়টাকে সমর্থন করে নয়। এমন হামলা সারা বিশ্বেই হচ্ছে, আর এই কারণে খেলা বাতিল করা ঠিক নয় বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
মাশরাফির এমন কথা বলার কারণ হচ্ছে, বাংলাদেশে এমন হামলা হলে খেলা বন্ধ হয়ে যায়। নিরাপত্তার অজুহাতে দলগুলো বাংলাদেশে আসতে চায় না। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করেছিল। অথচ দুইবার হামলার পরও ইংল্যান্ডে এখন ক্রিকেট খেলা হচ্ছে, সারা বিশ্ব নিশ্চয়ই তা দেখছে। এই ব্যাপারটা বুঝতে পারলে কোনো দলই বাংলাদেশে আসতে আর অনাগ্রহ দেখাবে না বলে মনে করেন মাশরাফি।
আজ রোববার চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে এক সংবাদ সম্মলেনে মাশরাফি বলেন, ‘এমন ঘটনা পৃথিবীর সব জায়গায় ঘটছে। আমাদের ক্রিকেটের জন্য তা ভালোই হয়েছে। অনেক সময় এমন কারণে আমাদের ওখানে খেলা হয় না। এখন আমরা খেলছি, অনেকে দেখছে। এগুলো দেখে অনেকে সাহস পাবে বাংলাদেশে গিয়ে খেলতে।’
তা ছাড়া এখন সব জায়াগায় নিরাপত্তাও বেশ জোরদার হচ্ছে বলে মনে করেন তিনি, ‘আইসিসি এখন সব জায়গায় নিরাপত্তার বিষয়টি খুবই ভালোভাবে নজর রাখছে। স্বাগতিক দলও সেটা নিয়ে ভাবে। তাই এখন কোথায়ও নিরাপত্তা নিয়ে খেলোয়াড়দের খুব একটা ভাবতে হয় না।’
তাই লন্ডনে হামলা নিয়ে চিন্তিত নয় মাশরাফি, ‘আসলে বিষটি নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। তা ছাড়া আমরা তো বেশির ভাগ সময়ই হোটেলে থাকি। হোটেলের নিরাপত্তা ভালোই আছে। তা নিয়ে সমস্যা হওয়ার কথাও না।’
তবে নিরাপত্তার অজুহাতে যারা এর আগে বাংলাদেশে যায়নি তারা এখন বিষয়টি ভালোভাবে বুঝবে বলে মনে করেন মাশরাফি, ‘তারাও এখন বুঝতে পারবে তাদের দেশে এত নিরাপত্তার মধ্যেও হামলা হচ্ছে। আসলে পৃথিবীর সব জায়গায়ই এমন হামলা হচ্ছে। তাই খেলাটাকে এসব থেকে দূরে রাখাই ভালো।’