শুধু ব্যতিক্রম ছিলেন তামিম
তামিম ইকবাল আউট হয়ে যাওয়ার পর আইসিসি তাদের ফেসবুক পেজে এই বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বশেষ পাঁচ ম্যাচের একটা পরিসংখ্যান পোস্ট করেছে। তা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। এই পাঁচ ম্যাচের দুটিতে সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। আর সর্বশেষ ম্যাচে তো মাত্র পাঁচ রানের জন্য শতক হাতছাড়া করেছেন। চলমান চ্যাম্পিয়নস টফি এবং তাঁর আগে তামিমের এমন অসাধারণ পারফরম্যান্স সত্যিই প্রশংসার দাবি রাখে।
অবশ্য আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তামিমের ৯৫ রানের চমৎকার ইনিংস একটু আলাদা করে দৃষ্টি কেড়েছে সবার। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে তিনি একাই একটা পাশ আগলে রেখেছেন। যেখানে অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন, আর এই অভিজ্ঞ ওপেনার একেবারেই ব্যতিক্রম ছিলেন।
একেবারেই কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরিটা হয়তো পূর্ণ করতে পারেননি, তাবে তাঁর এই ইনিংসটি সেঞ্চুরির চেয়ে কোনো অংশে কম ছিল না। দলের সবাই মিলে যেখানে গড়েছে ১৮২ রান, আর তামিম একাই করেন ৯৫ রান। শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তিনি।
অন্যদের চরম ব্যর্থতায় তামিম এই অসাধারণ ইনিংস খেললেও তাঁর দুর্ভাগ্য ছিল দশম সেঞ্চুরি করতে না পাওয়া। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের দারুণ একটি ইনিংস খেলেও দলকে জেতাতে পারেনি। এদিন ভালো একটি ইনিংস খেলেও দলকে বড় সংগ্রহ গড়ে দিতে পারেননি। দুই দিন দুই রকম আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।