চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে মেসি-রোনালদো-নেইমার
আক্রমণভাগে মেসি, রোনালদো ও নেইমার। মধ্যমাঠে টনি ক্রুস, থিয়েগো আলকারান্তা ও উসমান দেম্বেলে। রক্ষণভাগটা সামলাবেন সার্জিও রামোস, দানি আলভেজ, চিয়েল্লিনি ও মার্সেলো। আর গোলপোস্টের নিয়ে জিয়ানলুইজি বুফনের বিশ্বস্ত দুটি হাত। বলুন তো কেমন হলো একাদশটা? জানি অনেকেরই জিভে জল চলে এসেছে। এসব তারকাকে এক দলে আনল গোল ডটকম। চ্যাম্পিয়নস লিগ শেষ হওয়ার পর নিজের সেরা একাদশ ঘোষণা করেছে দলটি। যার আক্রমণে থাকছেন মেসি-রোনালদো ও নেইমার।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিটা দারুণ কেটেছে রোনালদোর। ১২ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছেন। জুভেন্টাসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইউরোপ সেরার খেতাব জিতেছে তাঁর দল রিয়াল মাদ্রিদ। নিজে করেছেন দুটি গোল। এর আগে রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন এই তারকা ফুটবলার।
রোনালদোর মতো মেসি-নেইমারের সময়টা এত ভালো যায়নি। লা লিগার পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটাও রিয়াল মাদ্রিদের কাছে খুইয়েছেন তাঁরা। তারপরও চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে জায়গা পেতে সমস্যা হয়নি এই দুজনের। এই মৌসুমে ১১ গোল করেছেন মেসি। নেইমার করেছেন চার গোল এ ছাড়া সতীর্থদের দিয়ে আটটি গোল করিয়েছেন এই ব্রাজিল তারকা।
গোলডটকম তাদের মাঝমাঠের দায়িত্বে রিয়ালের টনি ক্রুস, বরুশিয়ার আলকারান্তা ও বায়ার্নের উসমান দেম্বেলেকে রেখেছে। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন দেম্বেলে। নিজে দুটি গোল করার পাশাপাশি ছয়টি গোলে সহায়তা করেছেন। এবারের শিরোপা জয়ে রিয়ালের হয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন টনি ক্রুস। টুর্নামেন্টে সবচেয়ে বেশি পাস দিয়েছেন তিনি। বায়ার্ন কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও আলকারান্তা পুরো মৌসুমে ছিলেন অসাধারণ।
রিয়ালতে ১২তম চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতাতে সার্জিও রামোস ও মার্সেলোর অবদান অনস্বীকার্য। বাম উইংয়ে মার্সেলোর চেয়ে বড় তারকা বর্তমান বিশ্বে খুজে পাওয়া মুশকিল। অনেকেই তার মধ্যে রবার্তো কালোর্সের ছায়া খুঁজে পান। আর রক্ষণভাগে রামোসের চেয়ে বড় তারকা আপনি কোথায় পাবেন। ফাইনালের আগ পর্যন্ত গোটা চ্যাম্পিয়নস লিগে মাত্র তিনটি গোল হজম করে জুভেন্টাস। এতেই বোঝা যাচ্ছে জুভেন্টাসকে ফাইনালে তুলতে চিয়েল্লিনি ও দানি আলভেজের কতটা অবদান রয়েছে। আর একাদশের গোলরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে জুভেন্টাসের বুফনকে।
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ : মেসি, রোনালদো, নেইমার, টনি ক্রুস, সার্জিও রামোস, থিয়েগো আলকারান্তা, উসমান দেম্বেলে, চিয়েল্লিনি, দানি আলভেজ, মার্সেলো ও বুফন।