চাপে সৈকতের নামই ভুলে গেলেন মাশরাফি!
যে কোনো মূল্যে ম্যাচটা জিততে হবে। এখান থেকে হেরে যাওয়া মানে বিদায় নিশ্চিত। বিষয়টা ভালোভাবেই জানেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার ওপর টসটা মনেপ্রাণেই জিততে চাইছিলেন টাইগার দলনেতা। তবে ভাগ্য সহায় না হওয়ায় টস ভাগ্যটা গেল উইলিয়ামসনের পক্ষে। টস জিতে ব্যাটিং নিতে মোটেও ভুল করলেন না কিউই অধিনায়ক। টস হেরেই মাশরাফির কপালে চিন্তার ভাঁজটা আরো দ্বিগুণ হয়।
এই অবস্থায় ধারাভাষ্যকার ইয়ান বিশপ জিজ্ঞাসা করে বসলেন, দলে কোনো পরিবর্তন আসছে কি না। মাশরাফি জানালেন দলে দুটি পরিবর্তন এসেছে। তাদের নাম জানাতে গিয়ে ম্যাশ কেবল তাসকিনের নাম বলতে পারলেন। ইমরুল কায়েসকে বাদ দিয়ে এই ম্যাচে তাসকিনকে নেওয়া হয়েছে। মাশরাফি জানালেন, মেহেদী হাসান মিরাজকেও আজকের ম্যাচের মূল একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে মিরাজের পরিবর্তে কে এসেছেন সেটা জানাতে পারেননি টাইগার অধিনায়ক।
চ্যাম্পিয়নস ট্রফির ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করছে মাশরাফির দল। আজ দুটি পরির্বতন নিয়ে খেলছে বাংলাদেশ। ইমরুলের বদলে তাসকিন ও মিরাজের বদলে খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ম্যাচের অতিরিক্ত চাপে সৈকতের নামই ভুলে যান মাশরাফি।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ চাপে রয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচ হারলেই বিদায়। টাইগাররা যে চাপে আছে, ম্যাচের শুরুতে সেটাই পরিষ্কারভাবে জানান দিয়ে গেলেন দলটির অধিনায়ক। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানের দিকে চোখ বুলালে মাশরাফির চাপ কিছুটা হলেও কম হওয়ার কথা। কিছুদিন আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কিউইদের হারিয়েছে টাইগাররা।