প্রশংসায় ভাসছেন সাকিব-রিয়াদরা
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকল বাংলাদেশ। তার চেয়ে বড় কথা, এমন একটা অবস্থা থেকে বাংলাদেশ দল কিউইদের হারিয়েছে যেটাকে অসাধারণ, অনন্য সাধারণ বললেও খুব কম বলা হবে। ২০০৫ সালে ১৮ জুন যে ভেন্যুতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেই একই ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেনে এবার হলো কিউই বধের কাব্য। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর অসাধারণ সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় পেয়েছে মাশরাফির দল। টাইগারদের এমন সাফল্যে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ডকে হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। ব্রেন্ডন ম্যাককালাম, সাকলাইন মুশতাক, শেন ওয়ার্ন, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলীর মতো কিংবদন্তি ক্রিকেটাররা মাশরাফির দলের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।
কিউইদের পাঁচ উইকেটে হারানোর পর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, ‘সাবাশ বাংলাদেশ। বিপদে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তাঁরা। দুর্ভাগ্য ব্যাকক্যাপসদের। এ রকম কঠিন সময় যেন আর না আসে।’ দারুণ একটা জয়ের পর শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। টাইগার কোচ তার টুইটে বলেন, ‘আগামীকাল কি হবে জানি না। তবে এই জয়টা আরো এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। সাকিব আর রিয়াদ তোমরা অসাধারণ!!
অসাধারণ জয়ের জন্য টাইগার ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার ও বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ সাকলাইন মুশতাক। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’ টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন কিংবদন্তি লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তিনি বলেন, ‘টাইগারদের দুর্দান্ত লড়াই। সাকিব ও রিয়াদ দারুণ ব্যাটিং করেছে। দারুণ লড়াই করার মনোভাব দেখিয়েছে তারা।’
টাইগারদের জয়ে অভিনন্দনের জোয়ারে গা ভাসিয়েছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘সাকিব ও মাহমুদউল্লাহ অসাধারণভাবে লক্ষ্য তাড়া করেছে। চ্যাম্পিয়নস ট্রফি ভালোভাবেই টিকে থাকল।’ দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার তাঁর টুইটারে বলেন, ‘এবারের চ্যাম্পিয়নস ট্রফি বিশ্বকে চমকে দিয়েছে। নিউজিল্যান্ড পারেনি, ইংল্যান্ড কোয়ালিফাই করেছে, বাংলাদেশ চাপ জয় করেছে এবার দক্ষিণ আফ্রিকার পালা!