বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্নে লড়ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার হাতছানি। সেটাও আবার চ্যাম্পিয়নস ট্রফির মতো এলিট প্রতিযোগিতায়। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের চোখে এখন একরাশ স্বপ্ন। কিন্তু কিছুটা আক্ষেপের বিষয় হলো, সেই স্বপ্ন সার্থক করার কোনো সাধ্যি এখন আর নিজেদের হাতে নেই। সবাইকে তাকিয়ে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটির দিকে। বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন সত্যি হবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে এই ম্যাচের ফলাফলের দিকে।
‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে জিততেই হতো নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই কাজটা খুব ভালোমতোই করেছে মাশরাফি বাহিনী। সাকিব ও মাহমুদউল্লাহর দারুণ দুটি শতরানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু তাতেও নিশ্চিত হয়নি সেমিফাইনালের টিকেট।
এখন সমীকরণটা এমন দাঁড়িয়েছে যেখানে এই গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে জিততে হবে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে। অথবা ম্যাচটিকে পড়তে হবে বৃষ্টির বাধায়। ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেলেও নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সেমিফাইনাল। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে পথ শুধু একটাই। জিততে পারলেই কেবল সেমিফাইনালে যেতে পারবে ২০১৫ সালের বিশ্বকাপজয়ীরা।
বাংলাদেশের ক্রিকেটারদের তাই আজ ব্যাট-বলের লড়াই না করতে হলেও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে স্নায়ুযুদ্ধটা চালাতেই হবে। ম্যাচটা মূলত ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হলেও, বাংলাদেশও এই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকবে অধীর আগ্রহে।