সোমবার শুরু ফেডারেশন কাপ
বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হয়েছে গত রোববার। দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ঘরোয়া ফুটবল-মৌসুম শুরু হতে আর দেরি নেই। আগামী সোমবার শুরু হতে যাচ্ছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস। সন্ধ্যা সোয়া ৬টায় দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ ফেনী সকার ক্লাব।
বৃহস্পতিবার বাফুফে ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি চূড়ান্ত করেছে পেশাদার লিগ কমিটি।
ফেডারেশন কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১টি ও চ্যাম্পিয়নশিপ লিগের একটিসহ ১২টি দল অংশ নেবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে।
‘এ’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বিজেএমসি ও ফেনী সকার ক্লাব, ‘বি’ গ্রুপে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব, ‘সি’ গ্রুপে ঢাকা আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী ও ফরাশগঞ্জ এসসি এবং ‘ডি’ গ্রুপে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এমএফএস খেলবে।