‘বাংলাদেশকে ফাইনালে নেবে এমন বোলিং করতে চাই’
চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছিলেন পেসার তাসকিন আহমেদ, আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে। সে ম্যাচে তাঁর চমৎকার দুটি স্পেল বাংলাদেশকে দারুণ দুটি ব্রেক থ্রু এনে দিয়েছিল। তাই বলাই যায় কিউইদের বিপক্ষে সেদিনের জয়ে কম অবদান ছিল না এই তরুণ পেসারের। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন সেমিফাইনালে। তরুণ ডানহাতি পেসারের এবারের লক্ষ্য বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাওয়া। সে জন্য এমন একটি স্পেল বল করতে চান তিনি, যা লাল-সবুজের দলের ফাইনালের স্বপ্ন পূরণ করবে।
আগামী ১৫ জুন সেমিফাইনালের লড়াইয়ে নামবে বাংলাদেশ। মোটামুটি নিশ্চিত শেষচারে ভারতকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মাশরাফিরা। এই ম্যাচে জিততে পারলেই ফাইনালের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। কাজটা খুব একটা সহজ না হলেও দলের খেলোয়াড়রা বেশ আশাবাদী।
অবশ্য পেসার তাসকিনের কণ্ঠে প্রত্যাশাটা একটু বেশিই। এ ব্যাপারে তিনি বলেন, ‘দেশ ছাড়ার আগে আমি বলেছিলাম, বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। সে স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ যদি রহমত করে ফাইনাল খেলতেও আশাবাদী আমরা। অবশ্য আমি যদি সুযোগ পাই চেষ্টা করব এমন একটি স্পেল করতে, যা ম্যাচ জিততে আমাদের সহায়তা করবে। যা দলকে ফাইনালে নিয়ে যেতে পারে।’
প্রথম দুই ম্যাচে তাসকিন যে দুটি উইকেটে পেয়েছেন, তার প্রথমটি লুক রঞ্চির এবং অন্যটি রস টেইলরের। দলীয় ৪৬ রানের মাথায় রঞ্চিকে ফিরিয়ে দিয়ে তাসকিন প্রথম আঘাত হেনেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে। এর পর চতুর্থ উইকেটে টেইলর যখন নেইল ব্রুমকে সঙ্গে কিছুটা ঘুরে দাঁড়িয়েছেন, তখনই সেট ব্যাটসম্যান টেইলরকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন এই বাংলাদেশি পেসার। তাঁর এই দুটি স্পেলে নিউজিল্যান্ডকে কম রানে আটকে রাখতে অন্যতম ভূমিকা রাখে।