ভারত বধে দৃঢ় প্রতিজ্ঞ মুস্তাফিজ
ঘরের মাঠে ২০১৫ সালের ১৮ জুন এই ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। অভিষেকেই বেশ উজ্জ্বলতা ছড়িয়েছিলেন তিনি। পাঁচ উইকেট নিয়ে গড়েছিলেন রেকর্ড। দীর্ঘ দুই বছর পর সেই ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তাই আবার আলোচনায় কাটার-মাস্টার। তিনি কি পারবেন সেমিফাইনালে ভারতের বিপক্ষে বল হাতে উজ্জ্বলতা ছড়াতে। তরুণ বাঁহাতি পেসার দৃঢ় আশাবাদী দলকে সাফল্য এনে দিতে।
আগামী ১৫ জুন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলেই ফাইনালের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। তবে ফাইনাল নয়, আপাতত সেমিফাইনাল নিয়ে যত ভাবনা মুস্তাফিজের।
তা ছাড়া দলকে সেমিতে তুলতে পেরে বেশ খুশিই মুস্তাফিজ। বলেছেনও, ‘সত্যি কথা বলতে কি, দল সেমিফাইনালে উঠেছে— এতে আমরা খুবই খুশি। খেলোয়াড়রা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ভালো করেছে বলেই তা সম্ভব হয়েছে। সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি আমরা। দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করছি সেমিতেও আমরা ভালো কিছু করতে পারব।’
ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনের বিপক্ষে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে মাশরাফি-মুস্তাফিজ-তাসকিনদের। ভারতের এই লম্বা ব্যাটিং লাড়াইনকে চাপে ফেলা সম্ভব বলে মনে করেন কাটার মাস্টার, ‘আমার দৃঢ় বিশ্বাস আমাদের পেস আক্রমণ ভারতের বিপক্ষে ভালো কিছু করার ক্ষমতা রাখে। আশা করছি আমরা সাফল্য পাব।’
বরাবরই ভারতের বিপক্ষে মুস্তাফিজের কাছে প্রত্যাশা একটু বেশিই থাকে। কারণ এই দলটির বিপক্ষেই অভিষেক হয়েছিল তাঁর। চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের বিপেক্ষ কী লক্ষ্য থাকবে? এমন প্রশ্নের উত্তরে এই তারুণ পেসার বলেন, ‘আমি সবসময়ে যেটা ভাবি, সেটাই করার চেষ্টা করি। ভারতের বিপক্ষেও চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার। আশা করছি দেশবাসীর সম্মান রাখতে পারব।’