পাকিস্তানের চিন্তার নাম ব্যাটিং
বরাবরের মতো এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও বোলিংনির্ভর দল পাকিস্তান। টিম ম্যানেজমেন্টকে চরমভাবে হতাশ করেছেন দলটির ব্যাটসম্যানরা। কোনো একটি ম্যাচেও ভালো ব্যাটিং করতে পারেনি পাকিস্তান। সেমিফাইনালেও এই বিপর্যয় ভোগাতে পারে দলটিকে। বিশেষ করে দলটির টপঅর্ডার এবারের টুর্নামেন্টে বাজেভাবে ব্যর্থ হয়েছে। শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদের মতো ব্যাটসম্যানরা পুরো ফ্লপ এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে।
এবারের আসরে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, জো রুটের মতো তারকা ব্যাটসম্যানরা রানের ফুলঝুরি ছোটালেও পাকিস্তানি ব্যাটসম্যানরা মোটেও ছন্দে নেই। তিন ম্যাচে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক আজহার আলি (৯৩)। তিনি এ মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২১তম অবস্থানে রয়েছেন। দুই ম্যাচ খেলে ফখর জামানের সংগ্রহ ৮১ ও অধিনায়ক সরফরাজ করেছেন মাত্র ৭৬ রান।
এবারের আসরে চরমভাবে ব্যর্থ হয়েছেন দলটির সেরা ব্যাটসম্যান বাবর আজম। তিন ম্যাচে করেছেন মাত্র ৪৯ রান! সর্বোচ্চ ৩১! ব্যর্থ হয়েছেন হাফিজও। মাত্র ৬০ রান করেছেন এই ব্যাটসম্যান। শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান করেছেন তিন ম্যাচে ৪২ রান।
দলের সেরা ক্রিকেটারদের এমন বাজে ব্যাটিংয়ের ছাপ পড়েছে দলটির পারফরম্যান্সেও। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে তো দাঁড়াতেই পারেনি পাকিস্তান। বোলারদের কল্যাণে জেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর শ্রীলঙ্কার বিপক্ষে তো লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা দারুণ লজ্জায় ফেলে দেন হাফিজ-মালিকদের।
কার্ডিফে সেমিফাইনালের আগে ব্যাটিংয়ের এই রুগ্ণ ছাপটা ব্শে ভোগাচ্ছে পাকিস্তানকে। দলটির ম্যানেজমেন্টও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আজ সেমিফাইনালে অধিনায়ক সরফরাজ ও শোয়েব মালিককে ওপরের দিক খেলাতে চাইছে দলটি। সে ক্ষেত্রে বাবর আজম ও মোহাম্মদ হাফিজ চলে যেতে পারেন নিচে। আজ ব্যাটিংয়ে উন্নতি না করতে পারলে চতুর্থবারও চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হতে পারে পাকিস্তানকে।