বাংলাদেশই জিতবে কারণ…
হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এজবাস্টনে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই ম্যাচ নিয়ে। তবে হিসাব বলছে আজকের ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ। আসুন দেখে নেই কোন কোন দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ-
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিম তামিম ইকবাল ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন। ভারতের বিপক্ষেও দারুণ ব্যাটিং করে থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে ছয়টি হাফ সেঞ্চুরিসহ পাঁচশর বেশি রান করেছেন তামিম। এ ছাড়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও দারুণ ছন্দে রয়েরছন। ব্যাটিংয়ে ফর্ম ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া লোয়ার অর্ডারে মোসাদ্দেক-মিরাজও ব্যাটিংয়ে ভালো অবদান রাখছেন। এ ছাড়া রান তাড়া করার ক্ষেত্রে বাংলাদেশের জয়ের রেকর্ডটা অসাধারণ। গত কয়েক ম্যাচে দুবার রান তাড়া করে জয় পেয়েছে মাশরাফির দল।
যেকোনো দলের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো আমাদের একজন সাকিব আল হাসান রয়েছেন। ওয়ানডেতে ভারতের বিপক্ষে তিন ম্যাচে সাকিবেরে রেকর্ড দারুণ। ১৫ ম্যাচে ৩৮ গড়ে ৪৯৩ রান করেছেন তিনি। সাতটি অর্ধশতক রয়েছে তাঁর। এ ছাড়া বল হাতে নিয়েছেন ১৭ উইকেট।
ইংল্যান্ডের উইকেটে বাংলাদেশের পেসাররা ভারতকে বেশ ভোগাতে পারে। মাশরাফি তো বরাবরই বাংলাদেশের অন্যতম ভরসার জায়গা। এ ছাড়া রুবেল হোসেন ভালো বল করছেন। মুস্তাফিজ যদিও ছন্দে নেই তবে তাঁকে সামলানোটা কোহলী-ধাওয়ানদের জন্য এতটা সহজ হবে না। গত ম্যাচে পাকিস্তানের বোলাররা ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। বাংলাদেশের বোলাররা তেমনটা করতে পারলে ফাইনাল খুব একটা দূরে নয়।
সাম্প্রতিক পরিসংখ্যানে বাংলাদেশ বিশ্ব সেরা দলগুলোর একটি। শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো দলকে পেছনে ফেলে র্যাংকিংয়ে ছয়ে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মাশরাফির দল। এর আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মতো দলতে হারিয়েছে টাইগাররা। তারও আগে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করে ফিরেছে মাশরাফি-মুশফিকরা। তাই ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী থাকবে মাশরাফির দল।
আজ ফাইনালের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলের এগিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হলো, চাপমুক্ত হয়ে খেলবেন ক্রিকেটাররা। কারণ এই ম্যাচে সবাই ভারতকেই এগিয়ে রেখেছেন। তাই মাশরাফিদের হারানোর কিছু নেই। নির্ভার হয়ে নামার সুবিধাটা মাঠেও পেতে পারে বাংলাদেশ। কেবল তাই নয়, বাংলাদেশ কোনদিন সেমিফাইনালে খেলেনি তাই আজকের ম্যাচে নিজেদের মতো খেলার স্বাধীনতা পাবেন তামিম-সাকিবরা। আর এটা সবাই জানে, নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখে।