অপরিবর্তিত বাংলাদেশ-ভারত একাদশ
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।
সেমিফাইনাল ম্যাচে স্কোয়াডে পরিবর্তন আনেনি বাংলাদেশ ও ভারত। নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনের মোকাবিলায় বাংলাদেশ দলে চার পেসার নেওয়া হয়েছিল। তাঁরা হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। আজও চার পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সে কারণে অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েসকে আজও মূল একাদশের বাইরেই থাকতে হচ্ছে। তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আজ একাদশের বিপক্ষে থাকছেন। ব্যাট ও বলে আজও টাইগারদের ভরসা মোসাদ্দেক হোসেন সৈকত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে উমেশ যাদবকে বাইরে রেখে একাদশ ঘোষণা করেছিল ভারত। তার বদলে নেওয়া হয় অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। এই স্পিনারের কারণে আজও উপেক্ষিত থাকলেন এই পেসার। কেদার যাদবকে আজও একাদশে রাখলেন কোহলি। তাই আজিঙ্কা রাহানের অপেক্ষাটাও বাড়ল।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ।