এজবাস্টনে আজ বৃষ্টিও প্রতিপক্ষ বাংলাদেশের
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে মাঠে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি বৃষ্টিও ছিল আলোচনার কেন্দ্রে। গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালেও আছে বৃষ্টির আশঙ্কা। সত্যিই যদি ম্যাচটি প্রকৃতির বাধার মুখে পড়ে, তাহলে হুমকির মুখে পড়বে বাংলাদেশের ফাইনাল স্বপ্ন। ফলে এজবাস্টনে আজ ভারতের পাশাপাশি বৃষ্টিও প্রতিপক্ষ হয়ে থাকবে মাশরাফিদের জন্য।
চ্যাম্পিয়নস ট্রফির ফরম্যাট অনুযায়ী সেমিফাইনালের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। ফলে বৃষ্টির কারণে যদি ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে সেটা নতুন করে খেলার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাইনালের টিকিট পেয়ে যাবে ভারত। এমনটা যেন না হয়, সেই প্রার্থনাই নিশ্চয়ই করবেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।
টস শুরুর আগে এক পশলা বৃষ্টি হয়েও গেছে এজবাস্টনে। সেজন্য অবশ্য কোনো প্রভাব পড়েনি ম্যাচে। নির্ধারিত সময়ে টসের পর মাঠেও গড়িয়েছে ব্যাট-বলের লড়াই। কিন্তু এখনো মেঘলা হয়ে আছে এজবাস্টনের আকাশ।
গতকাল বুধবার চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। আজ বাংলাদেশ-ভারত ম্যাচের জয়ী দল পাকিস্তানের মুখোমুখি হবে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে।