আক্রমণাত্মকই খেলবে পাকিস্তান
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। দক্ষিণ আফিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি। এরপর সেমিতে হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে সরফরাজ আহমেদের দল। ফাইনালেও আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান। আর এই ম্যাচ জিতে সরফরাজ পাকিস্তান ক্রিকেটের গৌরবোজ্জ্বল দিনগুলো আবার ফিরিয়ে আনতে চান।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিরাট কোহলির সুর ধরে সরফরাজ আহমেদও এই ম্যাচে চাপ নিতে নারাজ। পাক অধিনায়ক বলেন, ‘ভালো খেলে ফাইনালে এসেছি আমরা। এটা ফাইনাল ম্যাচ হলেও অন্য নক আউট ম্যাচগুলোর মতোই। বেশি চাপ নিলে পারফরম্যান্সে প্রভাব পড়বে। তাই কোনো রকমের চাপ নিচ্ছি না।’
এর আগে স্পট ফিক্সিং করে পাকিস্তান দল ফাইনালে উঠেছে বলে আমির সোহেল যে অভিযোগ করেছেন, সংবাদ সম্মেলনে উঠে আসে সেই প্রসঙ্গ। তবে বেশ কৌশলে বিষয়টি এড়িয়ে যান সরফরাজ। সাবেক পাক অধিনায়ক বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত মতামত। সেটা নিয়ে কিছু বলা ঠিক হবে না।’ ফাইনালে খেলার কৌশল নিয়ে সরফরাজ বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা আগ্রাসী ক্রিকেট খেলেছি এবং ফাইনালে আমাদের মনোভাব বদলাবে না।’ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আমিরকে ছাড়াই মাঠে নামে পাকিস্তান। তবে ফাইনালের জন্য ফিট হয়ে উঠেছেন পাক পেসার। কোচ মিকি আর্থার জানালেন, ফাইনালে আমিরকে নিয়েই মাঠে নামবে তাঁর দল। সে ক্ষেত্রে শাদাব খান বা ফাহিম আশরাফকে একাদশের বাইরে চলে যেতে হবে।