ফিরলেন আমির, থাকছেন অশ্বিনও
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচটি শুরু হয়ে গেল। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালেন ভারত অধিনায়ক। এই ম্যাচে দলের মূল অস্ত্র মোহাম্মদ আমিরকে ফিরে পেয়েছে পাকিস্তান। পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে খেলতে পারেননি এই পেসার। অন্যদিকে, হাঁটুর ইনজুরির কারণে ফাইনালে অশ্বিনের খেলা নিয়ে সন্দেহ দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে নিয়েই দল সাজালেন বিরাট কোহলি।
সেমিফাইনাল ম্যাচে আমিরের ইনজুরির পর ফাইনালেও এই পেসারের খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। তবে শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আমিরের খেলার বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। কেবল তাই নয়, দলটির বোলিং কোচ আজহার মাহমুদও আমিরের খেলার বিষয়টি নিশ্চিত করেন।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অবশ্য সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি আমির। প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন এই পেসার। এরপর অবশ্য নিজেকে ফিরে পান তিনি। আমির দলে ফেরায় সেমিফাইনালে দারুণ বল করা ফাহিম আশরাফকে একাদশের বাইরে চলে যেতে হলো।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুটি ম্যাচে অশ্বিনকে মূল একাদশের বাইরেই রাখেন বিরাট কোহলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ার পরই হুঁশ ফেরে ভারত অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচামরার ম্যাচে বোলিংয়ে দলটির সেরা অস্ত্রকে ফেরান কোহলি। ফলও হাতেনাতেই পেয়ে যায় ভারত। ফাইনালের আগে আবার অনিশ্চিত হয়ে পড়েন এই অলরাউন্ডার। হাঁটুতে চোট পেয়ে অশ্বিনের ফাইনালে খেলা নিয়ে কিছুটা সন্দেহ ছিল। তবে টস করতে এসে কোহলি জানালেন, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছেন তিনি।
ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ : আজহার আলি, ফখর জামান, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি ও জুনায়েদ খান।