রানআউটের জন্য জাদেজার ওপর ক্ষুব্ধ হার্দিক
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিশাল সংগ্রহের জবাবে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। শুরুতে বোলাররা ব্যর্থ হয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানদের কম রানে আটকে রাখতে। পরে ব্যাটসম্যানরা চরমভাবে ব্যর্থ হয়েছেন। কিন্তু ব্যতিক্রম ছিলেন তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডে। ব্যর্থতার মিছিলে যোগ না দিয়ে তিনি খেলেছেন ৭৬ রানের একটি অসাধারণ ইনিংস। কিন্তু দলীয় ১৫২ রানের মাথায় রবীন্দ্র জাদেজার সঙ্গে একটি ভুল বোঝাবুঝির কারণে রানআউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। আউট হয়ে ফেরার পথে খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এই তরুণ অলরাউন্ডার।
হার্দিকের এই আউটের জন্য ধারাভাষ্যকাররা তাঁর সতীর্থ রবীন্দ্র জাদেজাকেই আসামির কাঠগড়ায় দাঁড় করান। জাদেজার অসহযোগিতার জন্যই হার্দিককে রানআউট হতে হয়েছে বলে অভিযোগ ওঠে। যে কারণে তিনি সেঞ্চুরির দারুণ সুযোগ হাতছাড়া করেন।
হার্দিক নিজেও মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। রেগেমেগে মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। পরে নাকি তিনি জাদেজাকেই দায়ী করেছেন এই আউটের জন্য। এমনকি ড্রেসিংরুমে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়েছে বলেও ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে।
অবশ্য পুরো আসরে অসাধারণ খেলেও ফাইনালে ভারত এতটাই বাজে ক্রিকেট খেলেছে, যাতে সমর্থকরা হতাশ হয়েছে। ফাইনালে পাকিস্তানের করা ৩৩৮ রানের জবাবে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৮ রানে। কোহলিরা এই ম্যাচে হেরেছে ১৮০ রানের বিশাল ব্যবধানে।
পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হার্দিক ৪৩ বলে ৭৬ রানের চমৎকার ইনিংসটি খেলতে না পারলে ভাতের ইনিংস হয়তো আরো দ্রুত গুটিয়ে যেত। তাঁর এই ইনিংসটিতে চারটি চার ও ছয়টি ছক্কার মার ছিল।