ব্যাটসম্যানরা যখন আসামির কাঠগড়ায়
লক্ষ্য ১৪৯ রান। পিচের কথা বিবেচনা করলে লক্ষ্যটা কঠিন, তবে অসম্ভব নয়। অথচ এই লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে বাংলাদেশ মাত্র ৯৬ রানে শেষ। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বড় ব্যবধানে হেরে যাওয়ায় মাশরাফি বিন মুর্তজা স্বাভাবিকভাবেই হতাশ। এই হারের জন্য দলের ব্যাটসম্যানদের দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই ম্যাচে অবশ্যই আমাদের জয়ের সুযোগ ছিল। ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারলে, আরেকটু চেষ্টা করলে আমরা হয়তো জিততে পারতাম। কিন্তু তারা পরিস্থিতি বিবেচনা করে খেলতে পারেনি। একটু বেশিই শট খেলেছে।’
ব্যাটসম্যানদের সমালোচনা করলেও দলের স্পিনারদের প্রশংসা করলেন অকুণ্ঠে, ‘আমাদের স্পিনাররা আজ সত্যিই ভালো বল করেছে। তাই দক্ষিণ আফ্রিকাকে ১৪৮ রানে বেঁধে ফেলা সম্ভব হয়েছে। সে অনুযায়ী ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি।’
রোববারের উইকেট সম্পর্কে মাশরাফির অভিমত, ‘উইকেট কিছুটা স্লো ছিল। তবে ব্যাটসম্যানদের এই উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে খেলা উচিত ছিল। যেভাবে খেলেছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা।’
এই হার থেকে শিক্ষা নিয়ে মঙ্গলবারের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভালো করতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক, ‘এই ম্যাচে আমাদের কিছু ভুল-ত্রুটি ছিল। আমাদের খেলায় কিছু নেতিবাচক দিকও ছিল। এসব ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিতে পারলে পরের ম্যাচে আমরা ভালো করতে পারব।’