এই জয় সহজ ছিল না : রুসো
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের করা ১৪৮ রানের জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৯৬ রানে। তারপরও এটিকে সহজ জয় মনে করছেন না দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান রাইলি রুসো। বাংলাদেশকে শক্তিশালী দলই মনে করছেন তিনি।
রোববার মিরপুর শেরেবাংরা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাইলি রুসো বলেন, 'এই ম্যাচে আমরা বড় ব্যবধানে জিতেছি ঠিক, তারপরও এটিকে আমি সহজ জয় বলব না। ম্যাচটি জিততে আমাদের অনেক ঘাম ঝরাতে হয়েছে। তা ছাড়া প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যথেষ্টই শক্তিশালী। নিজেদের মাঠে তারা খুবই ভালো দল। এমন দলের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ বলা যাবে না।'
এই ম্যাচে বাংলাদেশ হেরেছে বলে তাদের খাটো করে দেখার কোনো অবকাশ নেই বলে জানান এই দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান, 'এ দিন হয়তো বাংলাদেশ ভালো খেলতে পারেনি। তবে এই দলকে মোটেও খাটো করে দেখার কিছু নেই। এই দলে বেশ কয়েকজন উঁচুমানের ক্রিকেটার রয়েছেন, যাঁরা পারেন একটা ম্যাচের চিত্র পাল্টে দিতে।'
এই ম্যাচের উইকেট এমনিতেই কিছুটা স্লো ছিল। প্রথম ইনিংসের পর উইকেট আরো স্লো হয়ে পড়ায় প্রোটিয়া বোলারদের জন্য কিছুটা সুবিধাই হয়েছে বলে জানান রুসো, 'দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই উইকেট বেশ স্লো হয়ে পড়ায় ম্যাচ অনেকটাই আমাদের অনুকলে চলে আসে। আমরা ভাগ্যবান যে পরে বল করেছি। আমাদের স্পিনাররা সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছে। আমি বলব দুই দলের স্পিনাররাই ভালো বল করেছে।'
এমন উইকেটে ১৪৮ রান খুবই ভালো ইনিংস বলে জানিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান, 'এমন স্লো উইকেটে আমাদের করা ১৪৮ রান যথেষ্টই ভালো ইনিংস ছিল। এই রান করার পরই মনে হয়েছে, এই ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা বেশি। শেষ পর্যন্ত তাই হয়েছে।'