আবারও হারের হতাশা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫২ রানে। দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকরা হেঁটেছে একই পথে। তবে এবার হারের ব্যবধান খানিকটা কমিয়ে এনেছে মাশরাফি বাহিনী। এবার প্রোটিয়ারা পেয়েছে ৩১ রানের জয়। টানা দুটি জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে সফরকারীরা। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখেই ১৩৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
অথচ শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ৩৫ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু ষষ্ঠ ওভারে ওয়েইন পার্নেলের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তামিম। পরের ওভারে সৌম্যকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার এডি লেইয়া। ছয়টি চার ও একটি ছয় মেরে ২১ বলে ৩৭ রান করেছিলেন সৌম্য।
১৪ বলে ৮ রান করে সাকিব এগোচ্ছিলেন ধীরস্থিরভাবে। কিন্তু ১১তম ওভারে অ্যারন ফাঙ্গিসোকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে রাইলি রুসোর হাতে ধরা পড়েছেন বাংলাদেশের অন্যতম ভরসা সাকিব। পরের ওভারে বাংলাদেশকে জোড়া ধাক্কা দিয়েছেন এডি লেইয়া। টানা দুই বলে ফিরিয়েছেন সাব্বির রহমান (১) ও মুশফিকুর রহিমকে (১৯)। শেষপর্যায়ে রনি তালুকদারের ২১, মাশরাফি বিন মুর্তজার ১৭ ও লিটন দাসের ১০ রানের ছোট ইনিংসগুলোর সুবাদে হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন কাইল অ্যাবট, এডি লেইয়া ও অ্যারন ফাঙ্গিসো।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৪৪, এবি ডি ভিলিয়ার্সের ৪০ ও ডেভিড মিলারের অপরাজিত ৩০ রানের চার উইকেটে ১৬৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা।