ঘাম ঝরিয়ে সেমিফাইনালে জোকোভিচ
গতবারের শিরোপাজয়ী নোভাক জোকোভিচ এবার বিদায় নিতে বসেছিলেন চতুর্থ রাউন্ডেই। হেরে গিয়েছিলেন প্রথম দুই সেটে। কোণঠাসা হয়ে অবশ্য ঘুরেও দাঁড়িয়েছিলেন দারুণভাবে। পরবর্তী দুটি সেট জিতে ফিরিয়েছিলেন সমতা। কিন্তু সে সময় ফল নির্ধারণী পঞ্চম সেটের টানটান উত্তেজনা জিইয়ে রাখার জন্যই যেন দেখা দিয়েছিল আলোকস্বল্পতা।
পুনরায় খেলা শুরুর পর পঞ্চম সেটে ঘাম ঝরানো জয় দিয়ে অবশেষে শেষ আটে পা রাখতে পেরেছেন পুরুষ এককের এই শীর্ষ তারকা। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে তিনি শেষ পর্যন্ত হারিয়েছেন ৭-৬ (৮/৬), ৭-৬ (৮/৬), ৬-১, ৬-৪, ৭-৫ গেমে।
পুরুষ এককে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন শিরোপাপ্রত্যাশী অপর দুই তারকা রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। অনেক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জোকোভিচও।
সেমিফাইনালে যাওয়ার পথে সার্বিয়ান এই তারকার পরবর্তী বাধা ক্রোয়েশিয়ার মারিন কিলিচ। সাতবারের উইম্বলডন শিরোপাজয়ী ফেদেরারকে খেলতে হবে ফ্রান্সের গল সিমনের বিপক্ষে। আর কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি মারের প্রতিপক্ষ কানাডার ভাসেক পোসপিসিল।
অঘটনের শিকার হয়ে এবারের উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে এ সময়ের আরেক শীর্ষ টেনিস তারকা রাফায়েল নাদালকে।