রাবাদার তোপে বিপর্যস্ত বাংলাদেশ
গত মাসে ওয়ানডে অভিষেকেই হৈচৈ ফেলে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বিশাল অবদান রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার যেন মুস্তাফিজের ভূমিকায় কাগিসো রাবাদা অবতীর্ণ। শুক্রবার ওয়ানডে অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার এই পেসারের। আর অভিষেকেই ঔজ্জ্বল্য ছড়িয়ে হ্যাটট্রিকসহ তাঁর শিকার ছয়টি উইকেট। রাবাদার তোপে ৩৬.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারেই রাবাদার বলে বোল্ড হয়ে গেছেন তামিম ইকবাল। রাবাদার পরের বলেই মিডউইকেটে ফারহান বেহারদিনকে ক্যাচ দিয়েছেন লিটন দাস। অনেক দিন পর দলে ফেরা মাহমুদউল্লাহকে পরের বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলে অভিষেকেই হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠেছেন ২০ বছর বয়সী রাবাদা। তিনজনের কেউই রান করতে পারেননি।
অন্য প্রান্তে সৌম্য সরকার আস্থার সঙ্গেই খেলছিলেন। কিন্তু অষ্টম ওভারে তাঁকেও ফিরিয়েছেন রাবাদা। কাভার ড্রাইভ করতে গিয়ে জেপি ডুমিনিকে ক্যাচ দেওয়া সৌম্য ২৭ বলে ২৭ রান করেছেন। ৪০ রানে চতুর্থ উইকেট হারানোর পর বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু মুশফিককে তাহিরের ক্যাচ বানিয়ে স্বাগতিকদের আবার চাপে ফেলে দেন জেপি ডুমিনি। পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ৫৩ রানের জুটি গড়া মুশফিকের অবদান ২৪ রান। তিন ওভার পর আরেকটি ধাক্কা—ক্রিস মরিসের বলে সাব্বির রহমান (৫) বোল্ড।
বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের দায়িত্বশীল ব্যাটিং সম্মানজনক সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিক দলকে। কিন্তু অর্ধশতক থেকে মাত্র দুই রান দূরে থাকতে তাহিরের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন সাকিব। ৫১ বলে পাঁচটি চারসহ ৪৮ রান করেছেন তিন ধরনের ক্রিকেটেই এক নম্বর অলরাউন্ডার।
তিন ওভার পর আবার রাবাদার আঘাত। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে (৪) কট বিহাইন্ড করে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার আনন্দে মেতে উঠেছেন ২০ বছরের এই তরুণ পেসার। রাবাদার পরের ওভারে জুবায়ের হোসেনও (৫) বোল্ড। তাই রাবাদার বোলিং ফিগারটাও দুর্দান্ত, ৮-৩-১৬-৬। ওয়ানডে অভিষেকে এটাই সেরা বোলিং। আগের সেরা ছিল ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডসের ২২ রানে ৬ উইকেট, জিম্বাবুয়ের বিপক্ষে।
শেষ দিকে নাসির হোসেনের ৪৪ বলে ৩১ রানের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ।
শুক্রবার সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়। তবে সাড়ে ৩টার দিকে বৃষ্টি থামায় ম্যাচ নেমে এসেছে ৪০ ওভারে।
গত মাসে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেরই রিজার্ভ ডে ছিল। কিন্তু তিন ম্যাচের এই সিরিজে রিজার্ভ ডে নেই।
ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী হতে যাচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য আনার জন্য ব্যাটিং পাওয়ারপ্লে তুলে দেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ের কিছু বাধ্যবাধকতাও শিথিল করেছে আইসিসি।
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, জুবায়ের হোসেন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি, জেপি ডুমিনি, রাইলি রুসো, ডেভিড মিলার, ফারহান বেহারদিন, ক্রিস মরিস, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।