বাংলাদেশে আসছেন জন্টি রোডস?
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি ব্যাটিং কোচ, বোলিং কোচ; সবই আছে বাংলাদেশের। এবার ফিল্ডিংয়ের জন্যও আলাদাভাবে একজন পরামর্শক নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটাও যেনতেন কেউ নন, মাশরাফি-সাকিব-তামিমদের ফিল্ডিংয়ে আরো তুখোড় করে তোলার জন্য বাংলাদেশে আসতে পারেন কিংবদন্তি জন্টি রোডস।
তবে বোলিং কোচ কোর্টনি ওয়ালসের মতো দীর্ঘমেয়াদে বাংলাদেশে আসতে পারবেন না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। সে বিষয়টি মাথায় রেখে অল্প সময়ের জন্য ফিল্ডিং পরামর্শক হিসেবে রোডসকে বাংলাদেশে নিয়ে আসতে চায় বিসিবি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকার একটি ক্রীড়াবিষয়ক ম্যাগাজিন স্পোর্টস২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির পরিচালক আকরাম খান বলেছেন, ‘জন্টি খুবই ব্যস্ত মানুষ। তিনি আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন না। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তিনি যদি আগ্রহী হন, তাহলে হয়তো ছোট মেয়াদে বাংলাদেশে আসতে পারেন।’
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার এখন কাজ করছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ হিসেবে। বাংলাদেশে আসলে শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই না, জন্টি রোডসের কাছ থেকে ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ সব ব্যাপার বুঝে নিতে পারবেন ‘এ’ দল, হাই পারফরম্যান্স গ্রুপের ক্রিকেটাররাও।