তামিমকে ধাক্কা মেরে বিপাকে রুসো
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় ভালোই আলোচিত হয়েছিল মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনির ধাক্কা দেওয়ার ঘটনা। ধাক্কাধাক্কির সেই রেশ যেন বজায় আছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরেও। রোববার দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালকে ধাক্কা দিয়েছিলেন রাইলি রুসো। আর সে জন্য শাস্তির মুখোমুখিও হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। আগামী মঙ্গলবার শাস্তি-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানাবে আইসিসি।
প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে বোল্ড হয়েছিলেন বাংলাদেশের ওপেনার তামিম। হতাশ হয়ে হাঁটা দিয়েছিলেন সাজঘরের দিকে। তখনই উচ্ছ্বাস প্রকাশ করতে করতে এগিয়ে আসা রুসো মৃদু ধাক্কা দিয়েছিলেন তামিমকে। এ ঘটনায় নিয়মাবলির ২.২.৭ ধারা লঙ্ঘনের অভিযোগে রুসোকে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই ধারা মাঠে খেলোয়াড়, আম্পায়ার, কর্মকর্তাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও ইচ্ছাকৃত শারীরিক সংঘর্ষের সঙ্গে জড়িত।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় আনমনে উইকেটের মাঝখানে দাঁড়িয়ে পড়া মুস্তাফিজকে সজোরে ধাক্কা দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক ধোনি। পরে দুজনকেই জরিমানা করেছিল আইসিসি।