তামিমকে ধাক্কা দেওয়ায় রুসোকে জরিমানা
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিমকে কাঁধ দিয়ে মৃদু ধাক্কা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুসো। তামিমও সঙ্গে সঙ্গে অভিযোগ জানিয়েছিলেন আম্পায়ারের কাছে। সে ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে রুসোকে।
আইসিসির আচরণবিধির ২.২.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে রুসোর বিরুদ্ধে। তিনি মাঠে খেলোয়াড়, আম্পায়ার, কর্মকর্তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ও ইচ্ছাকৃত শারীরিক সংঘর্ষের সঙ্গে জড়িত আচরণবিধি ভঙ্গ করেছেন বলে জানিয়েছে আইসিসি।
জয়ের জন্য ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে বোল্ড হয়েছিলেন বাংলাদেশের ওপেনার তামিম। হতাশ হয়ে হাঁটা দিয়েছিলেন সাজঘরের দিকে। তখনই উচ্ছ্বাস প্রকাশ করতে করতে এগিয়ে আসা রুসো মৃদু ধাক্কা দিয়েছিলেন তামিমকে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়ও বেশ ভালোই আলোচিত হয়েছিল মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনির ধাক্কা দেওয়ার ঘটনা। বল করার পর আনমনে উইকেটের মাঝখানে চলে এসেছিলেন তরুণ পেসার মুস্তাফিজ। রান নেওয়ার সময় তাঁকে বেশ সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। সে ঘটনায় দুজনকেই জরিমানা করেছিল আইসিসি।