জয় ছিনিয়ে নিতে চাই : সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতলে টানা তিন ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ। তাই যেকোনো মূল্যে ম্যাচ জিততে মরিয়া টাইগাররা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও সে ইঙ্গিত দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব বলেছেন, ‘সিরিজ জয় এখন হাতের নাগালের মধ্যেই। থাবা দিয়ে বিজয় নিতে চাই ছিনিয়ে! এবার হবে বাঁচা-মরার লড়াই।’
দলের ব্যাটিং-বোলিংয়ের অন্যতম স্তম্ভের সুরে কথা বলেছেন একাধিক ক্রিকেটার। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন তাঁরা। তাঁদের একজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি বলেন, “‘ফাইনাল’-এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন। বড় ম্যাচের জন্য সবকিছুই ভেবে রাখা হয়েছে।”
গত দুই ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার অলরাউন্ডার নাসির হোসেন। এ ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে চাওয়া এ ক্রিকেটার বলেন, ‘আরেকবার গর্জনের অপেক্ষায়।’
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে কিছুটা সাবধানী মন্তব্য ওপেনার এনামুল হক বিজয়ের। তিনি বলেন, ‘এটা (আজকের ম্যাচ) সিরিজ নির্ধারক!! কে জিতবে?? টাইগার অথবা প্রোটিয়ারা?’
মিরপুরে একটি করে ম্যাচ জিতে সিরিজে সমতায় আছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এগিয়ে থাকতে আজ দুদলেরই চাই জয়। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকরা চাইবেন, ক্রিকেটারদের প্রত্যাশার বাস্তবায়ন। আর প্রোটিয়ারা চাইবেন, বাংলাদেশের জয়রথ থামিয়ে তাদের তৃতীয় সিরিজ জেতা থেকে নিবৃত্ত করতে। এর যেকোনো একটা ঘটে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই।