সিরিজ জিততে চাই ১৭০ রান
বোলারদের দারুণ নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন উজ্জ্বল বাংলাদেশের। ভারত-পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকাকেও ওয়ানডে সিরিজে হারাতে ৪০ ওভারে ১৭০ রান করতে হবে বাংলাদেশকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির জন্য প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকায় তৃতীয় ওয়ানডেতে দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪০ ওভারে। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬৮ রান। কিন্তু ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য নির্ধারিত হয়েছে ১৭০ রান।
দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয় ওয়ানডেতেও সাকিব- মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে চাপের মধ্যে পড়তে হয়েছে প্রোটিয়াদের। ৮ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সাকিব স্বাগতিকদের সেরা বোলার। আব্দুর রাজ্জাকের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে পূর্ণ করেছেন ২০০ উইকেটের মাইলফলক বিশ্বসেরা অলরাউন্ডার। একটি উইকেট নিয়ে অধিনায়ক মাশরাফিও পূর্ণ করেছেন ওয়ানডে উইকেটের ‘ডাবল সেঞ্চুরি’। মুস্তাফিজ ৮ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে নিয়েছেন দুই উইকেট। আরেক পেসার রুবেল হোসেনের শিকার দুটি।
৫০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া দক্ষিণ আফ্রিকাকে লড়াই করার জায়গায় নিয়ে যাওয়ার কৃতিত্ব জেপি ডুমিনি ও ডেভিড মিলারের। পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়েছেন দুজনে। ৪৪ রান করে শিকারে পরিণত হয়েছেন মিলার। ওয়ানডে ক্যারিয়ারের ২১তম অর্ধশতক পূর্ণ করে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ডুমিনি (৫১)। শেষ পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ১৯ রান করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৫০ রানে চার উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ভালোভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টি এসে খেলা বন্ধ করে দিয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি থামার পর সাড়ে ৭টা থেকে খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন দুই আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও মাইকেল গফ। ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ৪০ ওভারে। বৃষ্টি-বিরতি শেষে খেলা শুরুর পর পরই মাশরাফির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাব্বির রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন মিলার। এরপর একা ডুমিনিই যা একটু লড়াই করতে পেরেছেন।
বাংলাদেশের সাফল্যে বড় অবদান সাকিবের। আবদুর রাজ্জাকের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নিয়েছেন তিনি। চতুর্দশ ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলাকে (১৫) কট বিহাইন্ড করে এই মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এক ওভার পর বল করতে এসে প্রথম বলেই রাইলি রুসোকেও (১৭) মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করেছেন মাহমুদউল্লাহ। এর আগে ফাফ ডু প্লেসিকে আউট করায় সাকিবের উইকেটসংখ্যা দাঁড়ায় ১৯৯। আর ওপেনার কুইন্টন ডি কককে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান।
শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই কুইন্টন ডি কককে (৭) বোল্ড করেছেন এই তরুণ বাঁ-হাতি পেসার। অষ্টম ওভারে ডু প্লেসির উইকেট তুলে নিয়েছেন সাকিব। সুইপ করতে গিয়ে বল আকাশে উঠিয়ে দিয়েছিলেন ডু প্লেসি। খানিকটা দৌড়ে এসে সহজেই ক্যাচটা ধরেছেন উইকেটরক্ষক মুশফিক।
দ্বিতীয় ওয়ানডের মতো এই ম্যাচেও টস হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। টস জিতে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আমলা।
আগের ম্যাচের বিজয়ী দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রোটিয়াদের দলে একটাই পরিবর্তন। ক্রিস মরিসের জায়গায় একাদশে এসেছেন আরেক পেসার মর্নে মরকেল।
দুই দলই একটি করে জয় পাওয়ায় তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি, রাইলি রুসো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেহারদিন, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও মর্নে মরকেল।