এই সাফল্যের কৃতিত্ব দলের সবার : মাশরাফি
প্রথম ওয়ানডেতে হেরে গেলেও পরের দুই ম্যাচ জিতে আরেকটি সিরিজ জয়ের মধুর স্বাদ পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারানোর কৃতিত্ব সতীর্থদের দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এই সাফল্যের আনন্দে ভেসে না গিয়ে সবাইকে সংযত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘টানা তিন ম্যাচ হেরে যাওয়ার পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা সত্যিই দারুণ। এমন সাফল্যের মজাই আলাদা। এই সাফল্যের পুরো কৃতিত্ব দলের সব খেলোয়াড়ের।’
তবে অতি উচ্ছ্বাসে ভেসে না গিয়ে সতীর্থদের প্রতি বাংলাদেশ অধিনায়কের পরামর্শ, ‘এমন সাফল্য খুবই আনন্দদায়ক। তবে অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ না করাই ভালো। তা দলের এবং নিজের জন্যই ভালো।’
অবশ্য ইদানীং সাফল্য পেলেও বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের সংযত রাখে বলেই জানালেন মাশরাফি, ‘দলীয়ভাবে বড় সাফল্য পেলেও আমরা এখন খুব বেশি সেলিব্রেশন করি না। কিছুক্ষণ হৈ-হুল্লোড় করে হোটেলে ফিরে যে-যার রুমে চলে যাই।’
ওয়ানডেতে ২০০ উইকেট নেওয়া প্রসঙ্গে দেশের অন্যতম সেরা পেসারের মন্তব্য, ‘বিশ্ব ক্রিকেটের পরিপ্রেক্ষিতে এটা হয়তো তেমন বড় কিছু নয়। কিন্তু আমার কাছে এই মাইলফলক অনেক বড়। কারণ, আমার ক্রিকেট-জীবন অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে গেছে। তাই এই মাইলফলক ছুঁতে পেরে খুব ভালো লাগছে।’